‘সরকারের নানামুখি উন্নয়ন কর্মকাণ্ডে দেশ এগিয়ে যাচ্ছে'

  17-12-2017 08:00PM

পিএনএস, শেরপুর (বগুড়া) সংবাদদাতা : বগুড়ার শেরপুর উপজেলার গাড়ীদহ ইউনিয়নের বংগা গ্রাম বিদ্যুতায়নের উদ্বোধন করলেন সরকার দলীয় স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব হাবিবর রহমান। রোববার (১৭ডিসেম্বর) সন্ধ্যায় সুইচ চেপে আলো জ্বালিয়ে এই গ্রাম বিদ্যুতায়নের উদ্বোধন করেন।

পরে উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি এড. ইলিয়াস উদ্দিন মিন্টুর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এমপি হাবিবর রহমান বলেন, বর্তমান সরকার সুষম উন্নয়নে বিশ্বাসী। শহর ও গ্রামাঞ্চলকে আলাদা চোখে দেখা হয় না। দেশব্যাপি সমভাবে ব্যাপক উন্নয়ন কর্মকাণ্ড পরিচালিত হচ্ছে। এরই ধারাবাহিকতায় গ্রামের ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছে দেয়া হচ্ছে। সরকারের নানামুখি উন্নয়ন কর্মকাণ্ডে দেশ দ্রুত সামনের দিকে এগিয়ে যাচ্ছে। তাই বর্তমান সরকারের প্রতি আস্থা রাখতে হবে। উন্নয়নের এই ধারাবাহিকতা অব্যাহত রাখতে আওয়ামীলীগকে আবারো ক্ষমতায় আনতে হবে।

উক্ত অনুষ্ঠানে শেরপুর পৌরসভার মেয়র আব্দুস সাত্তার, পল্লী বিদ্যুৎ সমিতির শেরপুর আঞ্চলিক কার্যালয়ের উপ-মহাব্যবস্থাপক আল আমিন চৌধুরী, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আহসান হাবিব আম্বীয়া, আ.লীগ নেতা শাহজামাল সিরাজী, শামিম ইফতেখার, মহসিন আলী মোমিন, পিএস কোরবান আলী মিলন, আবু সাঈদ প্রমুখ বক্তব্য রাখেন।

পিএনএস/মোঃ শ্যামল ইসলাম রাসেল


@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন