গাইবান্ধায় পৌর কর্মচারীদের এক দফা দাবিতে দুই দিনের পূর্ণদিবস কর্মবিরতি

  15-01-2018 04:42PM

পিএনএস, গাইবান্ধা প্রতিনিধি : সোমবার কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সকাল ৯টা থেকে মঙ্গলবার বিকেল পাঁচটা পর্যন্ত দুই দিনের পূর্ণদিবস কর্মবিরতি পালন শুরু হয়েছে। গাইবান্ধা পৌরসভার কর্মকর্তা কর্মচারিরা চাকরি জাতীয়করণের এক দফা দাবিতে এই কর্মসূচির আয়োজন করে। এছাড়া জেলার গোবিন্দগঞ্জ ও সুন্দরগঞ্জে পৌরসভায় অনুরুপ কর্মসূচি পালন করা হয়।

এ সময় অফিসের সকল দাপ্তরিক কাজ ফেলে রেখে পৌর চত্ত্বরে কর্মচারিরা অবস্থান নেয়। ফলে বন্ধ হয়ে যায় পৌর নাগরিকদের সকল সেবা। এতে বিপাকে পড়ে পৌরবাসি।

গাইবান্ধা পৌর কর্মচারি সংসদের সভাপতি অমিতাভ চক্রবর্তী রিন্টুর সভাপতিত্বে দুই দিনের পূর্ণদিবস কর্মবিরতি পালনের প্রথম দিনের সমাবেশে বক্তব্য রাখেন, পৌরসভা সার্ভিস এ্যাসোসিয়েশনের সভাপতি নজরুল ইসলাম, সম্পাদক মিলন কুমার সরকার, সাংগঠনিক সম্পাদক রবিউল ইসলাম,পৌর কর্মচারী সংসদের সাধারণ সম্পাদক মিজানুর রহমান, সহ-সাধারণ সম্পাদক সূচনা সরকার, কোষাধ্যক্ষ হাফিজুর রহমান, সদস্য আতিয়ার রহমান, মওলা মিয়া, সাবেক সভাপতি নুরুল ইসলাম, আব্দুল আহাদ, সম্পাদক নূর হোসেন, আব্দুর রহিম আকন্দ, যুধিষ্ঠির চন্দ্র সরকার প্রমূখ।

বক্তারা অবিলম্বে দেশের ৩২৭টি পৌরসভার সকল কর্মকর্তা কর্মচারিদের এক দফা দাবি মেনে নিয়ে রাষ্ট্রীয় কোষাগার থেকে বেতন ভাতা প্রদানের আহবান জানান।

পিএনএস/মোঃ শ্যামল ইসলাম রাসেল

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন