কচুয়ায় দীর্ঘ দিনের স্বামী-স্ত্রীর কলহের অবসান

  15-01-2018 06:06PM

পিএনএস, কচুয়া (চাঁদপুর) : কচুয়া উপজেলার গোহট উত্তর ইউনিয়নের নাউলা গ্রামে স্বামী-স্ত্রীর দীর্ঘ দিনের কহলকে কেন্দ্র করে কচুয়া থানার পুলিশ পরিদর্শক(তদন্ত) শাহজাহান কামালের প্রচেষ্টায় ১৫ জানুঃ সোমবার দুপুর ১টায় এই কলহের অবসান ঘটল।

ঘটনার বিবরনে জানা যায়, নাউলা গ্রামের অধিবাসি আব্দুল খালেক মজুমদারের পুত্র ইকবাল হোসেন(৩৩) এর সঙ্গে হাজীগঞ্জ থানার বেলঘর গ্রামের অধিবাসি মৃত বাদশা মিয়ার মেয়ে মোসাম্মৎ শাহীন আক্তার (২৫) এর প্রায় ৬ বৎসর পূর্বে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়।বিবাহের ৩বছর পরই স্বামী-স্ত্রীর কলহের কারনে শাহিন আক্তার পিতার বাড়িতে চলে যায়।

কচুয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) ঘটনাটি শাহীন আক্তারের মাধ্যমে জেনে উভয় পক্ষের মধ্যে সালিশের মাধ্যমে মিমাংসা করে দেন। শাহীন আক্তারের নিরাপত্তা ও জীবিকা নির্বাহের নিশ্চয়তার লক্ষে তার শশুর প্রায় ৭০ হাজার টাকা মুল্যের একটি রিক্সা কিনে দেয়। এই রিক্সার চাবিটি গতকাল সোমবার কচুয়া থানার অফিসার ইনচার্জ সৈয়দ মাহবুবুর রহমান, পুলিশ পরিদর্শক(তদন্ত) শাহজাহান কামাল ও স্থানীয় সাংবাদিকদের উপস্থিতে শাহীনের হাতে তুলে দেন।

পিএনএস/মোঃ শ্যামল ইসলাম রাসেল

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন