বগুড়ায় গ্রাম পুলিশের মানববন্ধন

  15-01-2018 09:57PM

পিএনএস, বগুড়া প্রতিনিধি : ইউনিয়ন পরিষদের স্থানীয় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য গ্রাম পুলিশদের ৪র্থ শ্রেণীর কর্মচারীর ন্যায় বেতন স্কেল বাস্তবায়ন সহ বিভিন্ন সুযোগ সুবিধা আদায়ের দাবিতে বগুড়ার নন্দীগ্রামে ‘বাংলাদেশ গ্রাম পুলিশ কর্মচারী ইউনিয়ন'মানববন্ধন কর্মসূচী পালন করেছে।

সোমবার (১৫জানুয়ারি) দুপুর সাড়ে ১২টায় ‘বাংলাদেশ গ্রাম পুলিশ কর্মচারী ইউনিয়ন' নন্দীগ্রাম উপজেলা কমিটির উদ্যোগে উপজেলা পরিষদের সামনে এ মানববন্ধন কর্মসূচী পালিত হয়। বগুড়া জেলা গ্রাম পুলিশ কর্মচারী ইউনিয়নের সভাপতি বিশ্বনাথ দাসের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন, উপজেলা কমিটির উপদেষ্টা ও সিনিয়র সাংবাদিক আব্দুল বারিক। মানববন্ধন শেষে উপজেলা নির্বাহী অফিসারের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করা হয়।

এসময় উপস্থিত ছিলেন, সংগঠনের উপজেলা সহ সভাপতি লুৎফর রহমান, আব্দুল হামিদ, সাধারণ সম্পাদক রবীন্দ্র নাথ, সাংগঠনিক সম্পাদক সাহেব আলী প্রমুখ।

পিএনএস/মোঃ শ্যামল ইসলাম রাসেল

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন