সেন্টমার্টিন থেকে ৯ কোটি টাকার ৩ লাখ ইয়াবা জব্দ

  17-01-2018 09:05AM


পিএনএস, কক্সবাজার: কক্সবাজারের টেকনাফের সেন্টমার্টিন দ্বীপের একটি চর থেকে নয় কোটি টাকার তিন লাখ পিস ইয়াবার চালান জব্দ করেছে কোস্টগার্ড।

মঙ্গলবার (১৬ জানুয়ারি) রাত ৮টার দিকে সেন্টমার্টিন দ্বীপের পূর্ব চরে অভিযান চালিয়ে চালানটি জব্দ করা হয়।

এ সময় চালান কাজে ব্যবহৃত একটি নৌকাও জব্দ করা হয়েছে।

এ বিষয়ে কোস্টগার্ড সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, মিয়ানমার থেকে নৌকায় করে ইয়াবার একটি চালান বাংলাদেশে আসছে।

এরপর কোস্টগার্ড সেন্টমার্টিন স্টেশন কমান্ডার লে. ফয়সাল বিন রশিদ ও লেফট্যানেন্ট জাহিদের নেতৃত্বে একটি বিশেষ টিম সেন্টমার্টিন পূর্ব চরে ওৎ পেতে থাকেন।

মঙ্গলবার রাত আটটার দিকে মিয়ানমারের দিক থেকে একটি নৌকা সেন্টমার্টিন উপকূলে চরের কাছাকাছি পৌঁছালে কোস্টগার্ড সদস্যরা নৌকাটি চ্যালেঞ্জ করেন। এ সময় কোস্টগার্ড সদস্যদের উপস্থিতি টের পেয়ে নৌকায় থাকা দুই পাচারকারী সাগরে ঝাঁপ দিয়ে পালিয়ে যান। পরে কোস্টগার্ড সদস্যরা নৌকাটি তল্লাশি করে একটি পলিথিনের বস্তায় বিশেষ কায়দায় রাখা তিন লাখ পিস ইয়াবা জব্দ করতে সক্ষম হন।

এ বিষয়ে কোস্টগার্ড সেন্টমার্টিন স্টেশন কমান্ডার লেফটেন্যান্ট ফয়সাল বিন রশিদ সাংবাদিকদের জানিয়েছেন, জব্দ ইয়াবার আনুমানিক বাজার মূল্য নয় কোটি টাকা।

পিএনএস/আনোয়ার

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন