লক্ষ্মীপুরে জাটকা সংরক্ষণ সপ্তাহ উপলক্ষে আলোচনা সভা উদ্বোধনী অনুষ্ঠান

  25-02-2018 08:03PM

পিএনএস, লক্ষ্মীপুর প্রতিনিধি: ২৪ ফেব্রুয়ারী-২ মার্চ জাটকা সংরক্ষন সপ্তাহ উপলক্ষে আলোচনা সভা ও নৌ র‌্যালি রোববার বিকেলে লক্ষ্মীপুর জেলার কমলনগর উপজেলার মতিরহাটে অনুষ্ঠিত হয়। জেলা মৎস্য কর্মকর্তা এস এম মহিব উল্যার সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন, জেলা প্রশাসক অঞ্জন চন্দ্র পাল।

বিশেষ অতিথি ছিলেন, জেলা সিভিল সার্জন ডা: মোস্তফা খালেদ আহমদ, কমলনগর উপজেলা চেয়ারম্যান এ্যাড: সৈয়দ মোহাম্মদ শামছুল আলম, কমলনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা ইমতিয়াজ হোসেন।

বক্তব্য রাখেন, সহকারী মৎস্য কর্মকর্তা আবদুল কুদ্দুস, কমলনগর উপজেলা মৎস্যজীবী সমিতির সাধারণ সম্পাদক ছিদ্দিক ফকির, সাংবাদিক ইউছুফ আলী মিঠু, ইউপি সদস্য মেহেদী হাসান লিটন, আবুল খায়ের প্রমুখ। এসময় মৎস্যজীবী,জেলেসহ বিভিন্ন শ্রেণী পেশার লোকজন উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, বলেন আগামী মার্চ-এপ্রিল ২ মাস লক্ষ্মীপুর মেঘনা নদীতে ইলিশ ধরা নিষেধ এসময় যাতে করে জেলেরা নদীতে মাছ ধরতে না যায় সেই লক্ষ্যে সকলের সহযোগীতা কামনা করা হয়।
এ ছাড়া সংরক্ষণে উপস্থিত সকলের সহযোগীতা কামনা করা হয়।

পিএনএস/মোঃ শ্যামল ইসলাম রাসেল

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন