বগুড়ায় ৫ পায়ের বাছুর দেখতে জনতার ভিড়

  23-03-2018 04:55PM

পিএনএস, (এম নজরুল ইসলাম, বগুড়া) : বগুড়ার নন্দীগ্রাম উপজেলা প্রাণি সম্পদ অফিসে পাঁচ পা বিশিষ্ট বাছুর এক নজর দেখার জন্য উৎসুক জনতার ভিড় জমেছে। গাভীর মালিক খোকন প্রামানিক জানান, তিনি পেশায় একজন কৃষক। তিনি দীর্ঘদিন যাবৎ গরু পালন করে আসছেন।

গত শুক্রবার রাতে সিংড়া উপজেলার লক্ষীখলা গ্রামে তার পালিত গাভী পাঁচ পা বিশিষ্ট একটি বাছুরের জন্ম দেয়। পাঁচ পা বিশিষ্ট বাছুরের জন্ম হওয়ার পর থেকে এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়। আশপাশের গ্রামের শত শত উৎসুক জনতা এক নজর দেখতে ভিড় করছে। বর্তমানে বাছুরটি সুস্থ্য আছে এবং হেঁটে বেড়াচ্ছে। তবে একটি পা পিছনে হবার কারনে মলদ্বার ছিল না। এজন্য নন্দীগ্রাম উপজেলা প্রাণি সম্পদ অফিসে বৃহস্পতিবার বাছুরটির চিকিৎসা নিতে এসেছেন গাভীর মালিক খোকন।

উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডা. শফিউল আলম জানান, অনেক সময় জন্মগত ক্রটি কারণে এমনটা হয়ে থাকে। তবে এ ধরনের বাছুর জন্ম নিলে সঙ্গে সঙ্গে হাসপাতালে নেওয়া হলে সমস্যা সমাধানে সম্ভাবনা থাকে। বাছরুটিকে সুষ্ট রাখতে চিকিৎসা দেওয়া হয়েছে।

পিএনএস/মোঃ শ্যামল ইসলাম রাসেল

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন