পুলিশই জনতা, জনতাই পুলিশ: সরাইলে শান্তির সুবাতাস

  23-05-2018 05:13PM

পিএনএস, ব্রাহ্মণবাড়িয়া থেকে মোঃ রাকিবুর রহমান রকিব : ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল থানা পুলিশের সহযোগিতায় সদর ইউনিয়নে শান্তির সুবাতাস ভয়ছে, পুলিশই জনতা, জনতাই পুলিশ। গত ২১মে মঙ্গলবার হালূয়াপাড়া ও কুট্টাপাড়ার মধ্যে সৃষ্ট বিরোধ সংক্রান্তে দু’গ্রামের বিবাদ মিটাতে আন্তরিকতার সাথে উদ্যোগ গ্রহণ করেন সরাইল সার্কেল সহকারি পুলিশ সুপার মোঃ মনিরুজ্জামান ফকির। গত রাত ১১ থেকে সাড়ে একটায় সরাইল থানা ওসির অফিসে দু’ পক্ষের সম্মতিক্রমে এলাকার সকল মুরব্বীদের উপস্থিতিতে সরাইল থানার অফিসার ইনচার্জ মোঃ মফিজ উদ্দিন ভুঁইয়া ও পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ কামরুজ্জামান সহ সকলে ২২মে দুপুর ২টায় এই সালিশ সভার আহবান করেন।

আজ অনুষ্ঠিত ২২মে মঙ্গলবার সরাইল থানা অপরাধ সম্মিলন কক্ষে সরাইল উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান হাজী মোঃ রফিক উদ্দিন ঠাকুরের পরিচানায় সালিশ সভার সভাপতি ছিলেন সরাইল সদর চেয়ারম্যান আঃ জব্বার, প্রধান অতিথি ছিলেন সরাইল সার্কেল সহ-কারি পুলিশ সুপার মোঃ মনিরুজ্জামান ফকির, বিশেষ অতিথি ছিলেন সরাইল থানার অফিসার্স ইনচার্জ মোঃ মফিজ উদ্দিন ভুইয়া, উপস্থিত ছিলেন, আওয়ামী লীগের আহবায়ক এডঃ মোঃ নাজমুল হোসেন, মোঃ মনোয়ার উদ্দিন মদন, মোঃ ইদ্রিস চেয়ারম্যান, এডঃ আঃ রাশিদ, জাতিয় পার্টির সদস্য সচিব মোঃ হুমায়ন কবির, মোঃ ইদু মেম্বার, মোঃ আজাহার মিয়া, মোঃ আরজু ঠাকুর, বাজার কমিটির সভাপতি মাওলানা কতুব উদ্দিন, সাধারণ সম্পাদক মোঃ মরম মিয়া, মোঃ সুলতান মিয়া, মোঃ আইয়ুব খান, মোহাম্মদ আলী মেম্বার,মোঃ মাহফুজ আলি, মোঃ ইকবাল হোসেন, মোঃ রবি আলী ঠাকুর, উপজেলা ছাএলীগের সাবেক সাধারণ সম্পাদক মোঃ সিজার প্রমুখ।

সালিশ সভা চলে দুপুর ২টা হতে বিকাল ৫ টা পর্যন্ত। এ সময় আরো উপস্থিত ছিলেন আওয়ামী লীগ নেত্ববৃন্দ, বিভিন্ন রাজনৈতিক দলের লোকজন, বিভিন্ন মিডিয়ার প্রতিনিধি এবং এলাকার স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গের সমন্বয়ে বাধি-বিবাদীর উপস্থিতিতে সরাইল থানা অপরাধ সম্মেলন কক্ষে সালিশ বৈঠকের মাধ্যমে উক্ত বিরোধ মিমাংসা হয়। উভয় পক্ষ আপোষ মিমাংশা মানিয়া নেয় এবং তাহাদের মধ্যে আর কোন বিরোধ নেই, পুলিশের এ মহৎ ভুমিকায় সরাইলে শান্তির সুবাতাস ভয়ছে। এলাকাবাসীর মুখে মুখে পুলিশ যে পারে আবার প্রমাণ করল বর্তমানে সরাইলের পরিস্থিতি শান্ত।

পিএনএস/মোঃ শ্যামল ইসলাম রাসেল

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন