দর্শনা সীমান্তে ১ কেজি স্বর্ণসহ চোরাকারবারী আটক

  25-05-2018 03:35PM


পিএনএস, চুয়াডাঙ্গা: চুয়াডাঙ্গার দামুড়হুদায় এক কেজি স্বর্ণের বারসহ এক চোরাকারবারী আটক হয়েছে।

শুক্রবার দুপুরে সীমান্তের দর্শনা জয়নগর চেকপোস্ট থেকে এ স্বর্ণ আটক করে শুল্ক গোয়েন্দা কর্তৃপক্ষ আটক স্বর্ণ চোরকারবারী আব্দুল মোতালেব গাজীপুর জেলার টঙ্গী আমিছপুর গ্রামের মৃত আবুল কাশেমের ছেলে।

দর্শনা কাস্টম সুপার সঞ্চিত কুমার জানান, শুল্ক গোয়েন্দা সংস্থার কর্মকর্তা ছবি রানি দত্তের তথ্যের ভিত্তিতে শুক্রবার দুপুরে বেনাপোল শুল্ক গোয়েন্দা সার্কেলের একটি দল চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার দর্শনা সীমান্তের জয়নগর চেকপোস্টে অবস্থান করছিল। এসময় গাজীপুর জেলার টঙ্গী থেকে ভারতে যাওয়ার সময় আব্দুল মোতালেব নামের এক স্বর্ণ পাচারকারী দর্শনা জয়নগর চেকপোস্টে আসে। শুল্ক গোয়েন্দা কর্তৃপক্ষ তাকে আটক করে দর্শনা কাস্টমসে নিয়ে যায়। সেখানে তল্লাশী চালিয়ে তার পায়ের স্যান্ডেল থেকে সাড়ে ৯ পিস স্বর্ণের বার উদ্ধার করা হয়, যার ওজন ১ কেজি। এর আনুমানিক মূল্য ৫০ লাখ টাকা।

তিনি আরো জানান, এ ব্যাপারে দামুড়হুদা মডেল থানায় একটি মামলা দায়ের হয়েছে। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

পিএনএস/আনোয়ার

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন