সরাইলে সড়ক দুর্ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে তিন

  20-06-2018 11:26AM

পিএনএস, ব্রাহ্মণবাড়িয়া থেকে মোঃ রাকিবুর রহমান রকিব : ব্রাহ্মণবাড়িয়ার জেলা সরাইল উপজেলায় ট্রাক ও প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে তিনজনে দাঁড়িয়েছে।মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কের শাহবাজপুর এলাকার জিলানী পেট্রোল পাম্পের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, প্রাইভেটকার চালক শাহীন মিয়া (৩৮) এবং প্রাইভেটকারের যাত্রী আছিয়া বেগম (৮০) ও রিফাত (৪)। নিহতরা সবাই ঢাকার সাভার উপজেলার বাসিন্দা বলে জানিয়েছে খাঁটিহাতা হাইওয়ে থানা পুলিশ।

খাঁটিহাতা হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হোসেন সরকার তিনজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, দুপুরে জিলানী পেট্রোল পাম্পের সামনে ঢাকা অভিমুখী একটি ট্রাকের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি যাত্রীবাহী প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষ হয়। ফলে ঘটনাস্থলেই প্রাইভেটকার চালক শাহীন মারা যান।

এ ঘটনায় প্রাইভেটকারের চার যাত্রীকে উদ্ধার করে প্রথমে ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালে নেয়া হয়। পরবর্তীতে তাদের ঢাকায় নেয়া হলে সেখানে আরও দুইজনের মৃত্যু হয়।

পিএনএস/মোঃ শ্যামল ইসলাম রাসেল


@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন