ঘাটাইলে গণিত উৎসব অনুষ্ঠিত

  12-07-2018 06:04PM

পিএনএস, ঘাটাইল (টাঙ্গাইল) প্রতিনিধি : গুড নেইবারস্ বাংলাদেশ ঘাটাইল সিডিপির আয়োজনে উৎসবমুখর পরিবেশে গণিত উৎসব অনুষ্ঠিত হয়।

বৃহস্পতিবার উপজেলার পাকুটিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, কোলাহা সরকারি প্রাথমিক বিদ্যালয় ও ঘাটাইল প্রতিবেশী প্রাথমিক বিদ্যালয়ের ৪৩ জন শিশুর অংশগ্রহনে সিডিপি ভিত্তিক গণিত উৎসব অনুষ্ঠিত হয়েছে। এসময় এ তিনটি স্কুলের শিক্ষকমন্ডলী উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের শুরুতে অংশ গ্রহনকারীদের উদ্দেশ্যে প্রতিযোগীতার নিয়মকানুন বলা হয়। পরে প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগীতা শেষে অংশগ্রহনকারী শিশুদের সাথে শিশু অধিকার, শিশু শ্রম এবং শিশু বিবাহ নিয়ে আলোচনা করা হয়।

গণিত উৎসব মূলত আয়োজন করা হয়েছে শিশুদের গণিত ভীতি দূর করার জন্য। অনেক শিশু সমাপনী পরীক্ষায় খারাপ করছে গণিতের দুর্বলতার কারনে, এমনকি অনেক শিশু ঝড়েও পড়ছে এ গণিত ভিতির কারনে। গণিত উৎসবের মাধ্যমে শিশুদেরকে উৎসবমূখর পরিবেশে গণিত প্রতিযোগীতার আয়োজন করা হয়, ফলে শিশুরা আনন্দের সাথে প্রতিযোগীতায় অংশগ্রহন করে।

পিএনএস/মোঃ শ্যামল ইসলাম রাসেল


@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন