সুন্দরগঞ্জে শত্রুতার বলী ধান ক্ষেত

  20-08-2018 07:36PM

পিএনএস, সুন্দরগঞ্জ(গাইবান্ধা) প্রতিনিধি : গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় জমি জমা নিয়ে বিরোধের জেরে শত্রুতার বলী হয়েছে ধান ক্ষেত।

জানা গেছে, ধুমাইটারী গ্রামের মৃত অকিম উদ্দিনের ছেলে রজ্জব আলীর সাথে একই গ্রামের আকবর আলীর স্ত্রী মেহেরুন নেছা অহেতুক এক একর পাঁচ শতক জমির মালিকানা দাবি করে বিরোধ সৃষ্টি করে আসছিল। এ অবস্থা চলতে থাকায় জমির প্রকৃত মালিক রজ্জব আলী বাদী হয়ে সিনিয়র জজ আদালতে (সুন্দরগঞ্জ) মামলা দায়েল করেন। দীর্ঘ দিন মামলা চলার পর রজ্জব আলী জমির মালিকানা স্বত্ব পেয়ে জমি ভোগ দখল করে আসতে থাকে ।

এদিকে মেহেরুন নেছা ও তার লোকজন ক্ষিপ্ত হয়ে রজ্জব আলীর দখলভুক্ত জমিতে রোপন কৃত আমন ধান ক্ষেতে গত ১৭ আগষ্ট রাতের আঁধারে কীটনাশক প্রয়োগ করে সমুদয় জমির রোপন কৃত ধান গাছ পুড়ে দেয়। এ নিয়ে রজ্জব আলীর ছেলে আঃ রহমান অভিযোগ করে জানান তারা এ ঘটনায় প্রতিপক্ষদের বিরুদ্ধে মামলা করবেন।

পিএনএস/মোঃ শ্যামল ইসলাম রাসেল

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন