বরিশালে সড়ক দুর্ঘটনায় নিহত ৩, আহত ৪

  10-11-2018 09:26PM

পিএনএস, বরিশাল প্রতিনিধি : বরিশালের বাবুগঞ্জে সড়ক দূর্ঘটনায় ৩ জন নিহত ও ৪ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। আজ শনিবার ১০ নভেম্বর সন্ধা পৌনে ৬ টায় বাবুগঞ্জের রহমতপুর-মীরগঞ্জ সড়কের ক্ষুদ্রকাঠী এলাকার আল-আরাবী ব্রিকস্’র সামনে ওই দূর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানায়, রহমতপুর থেকে মীরগঞ্জমুখি কয়লা বোঝাই “মা বাবার দোয়া” ঢাকা মেট্রো-ট-৩৪০৮ নাম্বারের একটি ট্রাক বিপরীত দিক থেকে আসা যাত্রী বোঝাই একটি বেটারী চালিত অটোকে চাপা দিলে ওই দূর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ট্রলি চালক মামুন জানান, একজন ঘটনাস্থলেই প্রাণ হারায় একজন হাসপাতালে নেয়ার পথে অপরজন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায়। স্থানীয়রা উদ্ধার করে নিহত ৩ জন ও আহত ৪ জনকে বরিশাল শেবাচিম হাসপাতালে প্রেরণ করেন। নিহত ৩ জনের মধ্যে বাবুগঞ্জ পাঁচ রাস্তা এলাকার অটো চালক রাহাত(২০),ভেটেরিনারি মেডিসিন অনুষদের কর্মচারী রুপম(২৬) অপরজনের নাম পাওয়া যায়নি। আহতদের মধ্যে তিন জনের নাম পাওয়া গেছে এরা হচ্ছে ভেটেরিনারি মেডিসিন অনুষদের কর্মচারী তাজুল ইসলাম(৪০),অপরজন ভেটেরিনারি এলাকার সুমন(১৮), সাঈদুল ইসলাম(২০) এছাড়া অন্যদের নাম পাওয়া যায়নি। দূর্ঘটনার সংবাদ পেয়ে বরিশাল-৩ আসনের সংসদ সদস্য এ্যাডঃ শেখ মোঃ টিপু সুলতান, এয়ারপোর্ট থানার ওসি অব্দুর রহমান মুকুল ঘটনাস্থল পরিদর্শন করেন। পুলিশ ট্রাক ও অটোটি জব্দ করেছেন। তবে ট্রাক চালক কিংবা হেলপার কাউকে আটক করা সম্ভব হয়নি।

পিএনএস/মোঃ শ্যামল ইসলাম রাসেল

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন