ডিমলায় তিস্তা ব্যারেজ পানি ব্যবস্থাপনা ফেডারেশনের সাধারন সভা অনুষ্ঠিত

  10-11-2018 09:49PM

পিএনএস, নীলফামারী ডিমলা প্রতিনিধি : তিস্তা ব্যারেজ প্রকল্প , কৃষকের আশা ও ভরসার প্রকল্প, একে বাঁচাও কৃষক তথা বাংলাদেশ বাঁচবে এই স্লোগানকে সামনে রেখে নীলফামারী ডিমলা উপজেলা চাপানী হাট চাষী ক্লাবের আয়োজনে ১০ নভেম্বর বাদ মাগরিব চাষী ক্লাবের হলরুমে তিস্তা ব্যারেজ পানি ব্যবস্থাপনা ফেডারেশনের সাধারন সভা অনুষ্ঠিত হয়।

তিস্তা ব্যারেজ পানি ব্যবস্থাপনা ফেডারেশনের সাধারন সম্পাদক মোঃ জিয়াউর রহমান এর সঞ্চালনায় , তিস্তা ব্যারেজ পানি ব্যবস্থাপনা ফেডারেশন সভাপতি মিরাতুর রহমান চৌধুরীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন তত্বাবধায়ক প্রকৌশলী রংপুর সার্কেল -০২ এর জ্যোতি প্রসাদ ঘোষ । বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঝুনাগাছ চাপানী ইউপি চেয়ারম্যান আমিনুর রহমান, রংপুর উপ-প্রধান সম্পোসারন কর্মকর্তা অমলেশ চন্দ্র রায় , মূখ্য সম্প্রসারন কর্মকর্তা আব্দুল হাকিম , ডালিয়া নীলফামারী উপ-বিভাগীয় প্রকৌশলী হাফিজুর ইসলাম ।

উক্ত সভায় প্রধান অতিথির সামনে ২৩০টি পানি ব্যবস্থাপনা দল এবং ৩৮টি পানি ব্যবস্থাপনা এসোসিয়েশনের নেত্রীবৃন্দ সুষ্ঠু সেচ ব্যবস্থাপনার স্বার্থে তি¯তা ব্যারেজ প্রকল্পে বাপাউবো তথা সরকারের প্রকৃত উদ্দেশ্য বা¯তবায়নের জন্য সদয় অনুরোধ জানায়। পানি ব্যবস্থাপনার সংগঠনের নেত্রীবৃন্দের দাবীদাবার আলোচনার আলোকে প্রধান অতিথি তা দ্রুত বাস্তবায়ন করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন ।

পিএনএস/মোঃ শ্যামল ইসলাম রাসেল

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন