শেরপুরে ১৪ কোটি টাকা ব্যয়ে ‘পৌর কিচেন’ মার্কেট নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন

  06-12-2018 04:48PM

পিএনএস, শেরপুর (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার শেরপুরে পৌর কিচেন মার্কেট নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে।

বৃহস্পতিবার (০৬ডিসেম্বর) বেলা ১০টার দিকে বিকাল বাজার এলাকায় চারতলা বিশিষ্ট এই পৌর কিচেন মার্কেট নির্মাণ কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌরসভার মেয়র মুক্তিযোদ্ধা আব্দুস সাত্তার। এসময় উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আলহাজ¦ মুনসী সাইফুল বারী ডাবলু, শেরপুর প্রেসক্লাবের সভাপতি ও পৌরসভার কাউন্সিলর নিমাই ঘোষ, পৌর কাউন্সিলর সৌমেন্দ্র নাথ ঠাকুর শ্যাম, প্রকৌশলী শামীম আহমেদ, ঠিকাদারী প্রতিষ্ঠানের প্রকৌশলী জহুরুল ইসলাম, দাতা সংস্থা বিশ্ব ব্যাংকের প্রকৌশলী এএম রাব্বীসহ পৌরসভার কর্মকর্তা-কর্মচারীসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। পৌরসভার প্রকৌশলী শামীম আহমেদ ও ঠিকাদারী প্রতিষ্ঠান কবির ট্রেডার্সের প্রকৌশলী জহরুল ইসলাম জানান, বাংলাদেশ সরকার ও বিশ্ব ব্যাংকের অর্থায়নে মিউনিসিপ্যাল গভারনেন্স এন্ড সার্ভিসেস প্রজেক্ট (এমজিএসপি) প্রকল্পের মাধ্যমে পৌরসভায় এই কিচেন মার্কেটটি নির্মাণ করা হচ্ছে। চারতলা বিশিষ্ট এই মার্কেট নির্মাণে ব্যয় ধরা হয়েছে ১৩ কোটি ১২ লাখ ৯০হাজার ৪৭৩ টাকা। আগামি ২০২০সালে মার্কেটের নির্মাণ কাজ শেষ হওয়ার কথা রয়েছে বলে এই দুই প্রকৌশলী জানান।

পিএনএস/মোঃ শ্যামল ইসলাম রাসেল



@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন