পাইকগাছায় দুর্নীতি প্রতিরোধ দিবস পালিত

  09-12-2018 08:23PM

পিএনএস, পাইকাছা (খুলনা) প্রতিনিধি : খুলনার পাইকগাছায় মানববন্ধন শোভাযাত্রা, আলোচনা সভা সহ নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে আন্তর্জাতিক দুর্নীতি ও নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবসের কর্মসূচি পালিত হয়েছে।

উপজেলা প্রশাসন মহিলা বিষষক অধিদপ্তর ও দুর্নীতি প্রতিরোধ কমিটি পৃথক ভাবে রবিবার সকালে উপজেলা পরিষদ থেকে শোভাযাত্রা শেষে পরিষদ মিলনায়তনে দিবসের তাৎপর্য তুলে ধরে আলোচনা সভার আয়োজন করে। পৃথক দুটি সভায় সভাপতিত্ব করেন উপজেলা কৃষি কর্মকর্তা এ এইচ এম জাহাঙ্গীর আলম ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি অ্যাড. শেখ লোকমান হোসেন। প্রধান অতিথি ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান শাহানারা খাতুন।

প্রভাষক বজলুর রহমানের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্রশান্ত কুমার রায়, সিনিয়র মৎস্য কর্মকর্তা পবিত্র কুমার দাশ, এস আই মিন্টু মিঞা, সাবেক অধ্যক্ষ (ভার) রমেন্দ্রনাথ সরকার, দুর্নীতি প্রতিরোধ কমিটির সম্পাদক জিএম এ আজাহারুল ইসলাম, সদস্য অধ্যক্ষ হরেকৃষ্ণ দাশ, অধ্যক্ষ রবিউল ইসলাম, অ্যাড. শফিকুল ইসলাম কচি, প্রভাষক ময়নুল ইসলাম, নাসরিনআরা, প্রেসক্লাব সম্পাদক এম মোসলেম উদ্দীন, কউন্সিলর আসমা আহম্মেদ, দুর্নীতি প্রতিরোধ কমিটি সদস্য সাংবাদিক স্নেহেন্দু বিকাশ, পৌর সভাপতি নিজাম উদ্দীন, সম্পাদক জামিনুর রহমান, সাংবাদিক এন ইসলাম সাগর, পূর্ণচন্দ্র মন্ডল, জীবন কিশোর মন্ডল সিরাজুউদ্দীন, মুনালিছা, ফারহানা লাবনি ও রিতা মন্ডল প্রমুখ।

পিএনএস/মোঃ শ্যামল ইসলাম রাসেল



@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন