শেরপুরে এসএসসি পরীক্ষার্থীকে পিটিয়ে রক্তাক্ত জখম করলো বখাটেরা

  22-01-2019 06:06PM

পিএনএস, শেরপুর (বগুড়া) প্রতিনিধি : ছাত্রীদের উত্যক্তের প্রতিবাদ করার জেরধরে বগুড়ার শেরপুরে সন্ত্রাসী কায়দায় হামলা চালিয়ে এসএসসি পরীক্ষার্থী ও মুক্তিযোদ্ধার সন্তানকে বেধড়ক পিটিয়ে রক্তাক্ত জখম করেছে বখাটেরা। হামলায় আহত ওই পরীক্ষার্থীর নাম মো. সাজিদুল হক। তিনি উপজেলার গাড়ীদহ ইউনিয়নের মমিনপুর গ্রামের মুক্তিযোদ্ধা মরহুম সিরাজুল হকের ছেলে। গত সোমবার (২১জানুয়ারি) বিকেলে উপজেলার মহিপুরস্থ সামিট স্কুল এন্ড কলেজে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠান চলাকালে এই ঘটনা ঘটে। এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

অভিযোগে জানা যায়, গত কয়েকদিন আগে অনুষ্ঠিত বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা চলাকালে শান্ত ও তাহেরুলের নেতৃত্বে একদল বহিরাগত যুবক ছাত্রীদের উত্যক্ত করতে থাকে। এনিয়ে একই বিদ্যালয়ের ছাত্র এসএসসি পরীক্ষার্থী সাজিদুল হকের সঙ্গে তাদের বাকবিত-া হয়। এরইজের ধরে প্রতিশোধ নিতে সোমবার ২১জানুয়ারি বিদ্যালয়ে সংবর্ধনা অনুষ্ঠানেও যায় শান্ত ও তাহেরুলের নেতৃত্বে একদল বখাটে। এমনকি তারা অনুষ্ঠানে চলাকালেই সন্ত্রাসী কায়দায় ফিল্মি স্টাইলে হামলা চালিয়ে সাজিদুলকে বেধড়ক মারপিট করে দ্রুত পালিয়ে যায়। এতে তার শরীর রক্তাক্ত জখম হয়। পরে বিদ্যালয়ের ছাত্র-শিক্ষকরা এসে উদ্ধার করে তাঁকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়। এছাড়া ঘটনারদিন সন্ধ্যায় থানায় লিখিত অভিযোগ করে বাড়ি ফেরার পথে পৌরশহরের পালপাড়া এলাকায় ওঁৎ পেতে থাকা বখাটেরা আবারও মুক্তিযোদ্ধার স্ত্রী ও সন্তানকে পথরোধ করে। এমনকি তাঁর মায়ের সামনেই ওই পরীক্ষার্থী ছাত্র বেধড়ক মারপিট করে রক্তাক্ত জখম করেছে বলেও অভিযোগে উল্লেখ করা হয়েছে। এ প্রসঙ্গে জানতে চাইলে শেরপুর থানার পুলিশ পরিদর্শক (ওসি তদন্ত) বুলবুল ইসলাম অভিযোগ পাওয়ার সত্যতা স্বীকার করে বলেন, অভিযোগটি তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে বলে জানান এই পুলিশ কর্মকর্তা।

পিএনএস/মোঃ শ্যামল ইসলাম রাসেল




@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন