ঠাকুরগাঁওয়ে বিজিবির গুলিতে নিহত ৩, আহত ১৪

  12-02-2019 03:25PM

পিএনএস ডেস্ক : ঠাকুরগাঁওয়ের হরিপুরে বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবির গুলিতে স্থানীয় তিন ব্যক্তি নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ১৪ জন। আহতদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক।

মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে হরিপুর উপজেলার বহরমপুর গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত দুজনের নাম- সাদেকুল ইসলাম ও নবাব।

প্রত্যক্ষদর্শীরা জানান, গরু বোঝাই একটি ট্রাক বহরমপুর হয়ে জাদুরানী হাটের দিকে যাচ্ছিল। এসময় বিজিবি সদস্যরা গাড়ি থামাতে বলেন। কিন্তু চালক গাড়ি থামাননি। তখন বিজিবি গুলি ছুড়লে দুই পথচারী সাদেকুল ও নবাব ঘটনাস্থলে নিহত হন। আহত হন ১৪ জন।

আহতদের প্রথমে হরিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে তাদেরকে রংপুর ও দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

এবিষয়ে বিজিবি ঠাকুরগাঁও ৩০ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল তুহিন মোহাম্মদ মাসুদ বলেন, “ভারতীয় চারটি গরু আটক করে আনার সময় এলাকাবাসী বিজিবির ওপর হামলা চালায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বিজিবি গুলি করতে বাধ্য হয়।”

পরিস্থিতি নিয়ন্ত্রণে ফাঁকা গুলি চালানো হয়েছে। হতাহতের বিষয়ে কিছু জানেন না বলে তিনি জানান।

হরিপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আরিফ বেগ দুপুর দেড়টার দিকে ঘটনাস্থলে পৌঁছান। দুইজন নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন তিনি।

এদিকে ঘটনাস্থল পরিদর্শনে রওনা হয়েছেন জেলা প্রশাসক ড. কেএম কামরুজ্জামান সেলিম।

পিএনএস/জে এ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন