হিলি সীমান্তে মিষ্টি দিয়ে বিএসএফকে স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানালো বিজিবি

  26-03-2019 12:51PM


পিএনএস ডেস্ক: দিনাজপুরের হিলি সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফকে মিষ্টি উপহার দিয়ে স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি।

আজ মঙ্গলবার সকাল ১০টায় সীমান্তের ইমিগ্রেশন চেকপোস্ট গেটের শূন্য রেখায় হিলি সিপি বিজিবি ও আটাপাড়া বিওপি কম্পানি কমান্ডার চাঁন মিয়া ও আলতাব হোসেন ভারতের হিলি বিএসএফর ক্যাম্প কমান্ডেন্ট এসআই তির্কের হাতে এসব মিষ্টির প্যাকেট তুলে দিয়ে শুভেচ্ছা জানান।

হিলি সিপি বিজিবি কম্পানি কমান্ডার সুবেদার চাঁন মিয়া ও আটাপাড়া বিওপি কম্পানি কমান্ডার সুবেদার আলতাব হোসেন জানায়, একে অন্যের সাথে বিজয় স্বাধীনতা দিবসের আনন্দ ভাগাভাগি করে নিতে এবং সীমান্তে উভয় বাহিনীর মধ্যে সোহার্দ্য, সম্প্রতি ও ভাতৃত্ববোধ বজায় রাখতে জয়পুরহাট ২০ বিজিবির পক্ষ থেকে ভারতের ১৯৯ বিএসএফ ব্যাটালিয়ন অধিনায়ককে মিষ্টি উপহার দেয়া হয়েছে।

বিভিন্ন জাতীয় ও ধর্মীয় দিবসগুলোতে একে অপরকে মিষ্টিসহ বিভিন্ন উপহার দিয়ে শুভেচ্ছা বিনিময়ের এই রীতি দীর্ঘদিন ধরে চলে আসছে।

পিএনএস/আনোয়ার

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন