নোয়াখালীতে স্বামীর হাতে স্ত্রী খুন

  17-04-2019 04:19PM

পিএনএস ডেস্ক : নোয়াখালীর সুবর্ণচর উপজেলার চরমজিদ গ্রামে স্বামীর দাবিকৃত যৌতুকের টাকা না পেয়ে স্বামীর হাতে স্ত্রীকে শ্বাসরোধে হত্যার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় নিহতের বাবা আলাউদ্দিন বাদী হয়ে বুধবার দুপুরে চরজব্বর থানায় ৯ জনকে আসামি করে হত্যা মামলা করা হয়েছে। ঘটনাটি ঘটেছে বুধবার ভোর রাতে। নিহতের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে।

নিহতের ভাই আতিকুর রহমান জানান, গত দেড় বছর আগে একই গ্রামের সিরাজুল মাওলার সাথে সাজেদা আক্তারের বিয়ে হয়। বিয়ের পর স্বামী বিদেশ চলে যায়। এরই মধ্যে তার পরিবারের লোকজন মেয়ের বাবার কাছ থেকে ১ লক্ষ টাকা যৌতুক দাবি করে। এ নিয়ে দুই পরিবারের মধ্যে বিরোধ সৃষ্টি হয়। গত ১৫ দিন আগে স্বামী সিরাজুল মাওলা বিদেশ থেকে এসে স্ত্রীকে কৌশলে তাদের বাড়িতে নিয়ে যায়। এক পর্যায়ে বুধবার ভোর রাতে স্বামী ও শশুর ও শাশুড়ীসহ পরিবারের লোকজন গৃহবধূকে শ্বাসরোধ করে হত্যা করে।

চরজব্বর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মো: ইব্রাহীম খলিল ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, এ ঘটনায় মামলা হয়েছে। তবে এখনো কেউ গ্রেফতার হয়নি।

পিএনএস/জে এ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন