গাইবান্ধায় মুজিবনগর দিবস পালন

  17-04-2019 08:43PM

পিএনএস, গাইবান্ধা প্রতিনিধি : ঐতিহাসিক মুজিবনগর দিবস উপলক্ষে বুধবার গাইবান্ধা জেলা প্রশাসনের উদ্যোগে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি পালন করা হয়। কর্মসূচির মধ্যে ছিল বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ, শহরে র্যালী, পাবলিক লাইব্রেরীতে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান।

পাবলিক লাইব্রেরী মিলনায়তনে অতিরিক্ত জেলা প্রশাসক মোছা. রোখছানা বেগমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মো: আব্দুল মতিন। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন পুলিশ সুপার প্রকৌশলী মো. আব্দুল মান্নান মিয়া, পৌর মেয়র অ্যাড.শাহ মাসুদ জাহাঙ্গীর কবির মিলন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু বক্কর সিদ্দিক, সহ-সভাপতি ফরহাদ আব্দুল্যাহ হারুন বাবলু, মুক্তিযোদ্ধা আলী আকবর মিয়া প্রমুখ। পরে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করা হয়। এছাড়া দিবসটি উপলক্ষে জেলা তথ্য অফিসের উদ্যোগে সন্ধ্যায় বড় পর্দায় মুক্তিযুদ্ধ ভিত্তিক চলচ্চিত্র প্রদর্শন করা হয়।

পিএনএস/মো: শ্যামল ইসলাম রাসেল

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন