সরাইলে জমি নিয়ে দু’পক্ষের সংঘর্ষে আহত ২০

  24-05-2019 04:49PM

পিএনএস, ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার জেলা সরাইলে দুই পক্ষের সংঘর্ষে ২০জন আহত হয়েছে। উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের তেরকান্দা গ্রামে পূর্ব শত্রুতার জের ধরে আজ শুক্রবার(২৪মে) রক্তক্ষয়ী সংঘর্ষের এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় এলাকাবাসী সূত্রে জানা যায়, তেরকান্দা গ্রামের ফজলু মেম্বার ও একই এলাকার নাজিউর রহমান নজু’র লোকজনের মধ্যে রমজানের শুরুতে সংঘর্ষের ঘটনা ঘটে। এই সংঘর্ষে ফজলু মেম্বারের বড় ছেলে ইউসুফ গুরুতর আহত হয়ে ঢাকায় চিকিৎসাধীন রয়েছে। সংঘর্ষের এ ঘটনা উভয় পক্ষের লোকজনের মধ্যে শালিস মীমাংসা হয়। গতরাতে ইউসুফ রক্ত প্রশ্রাব করার খবরে ফজলু মেম্বার এর লোকজনের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। এ অবস্থায় শুক্রবার সকাল ৯টায় উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্র-সস্ত্র নিয়ে ফের সংঘর্ষে জড়িয়ে পড়ে। ঘন্টাব্যাপী সংঘর্ষে উভয় পক্ষের ২০ জন লোক আহত হয়। সংঘর্ষে কয়েকটি বাড়িঘরে ভাংচুর ও লুটতরাজের ঘটনা ঘটে। আহতরা সরাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, জেলা সদর হাসপাতাল ও বিভিন্ন ক্লিনিকে চিকিৎসা নিয়েছেন। এ ব্যাপারে সরাইল থানার অফিসার ইনচার্জ(ওসি) মোঃ মফিজ উদ্দিন ভূঁইয়া বলেন, পুরনো শত্রুতার কারণে এই সংঘর্ষ। স্থানীয়ভাবে উভয় পক্ষের মধ্যে মীমাংসা করা হয়েছিল। কিন্তু আজকে আবার সংঘর্ষে জড়িয়ে পড়ে। পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং ৫ জনকে আটক করা হয়েছে। এখন পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে, ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে।

পিএনএস/মোঃ শ্যামল ইসলাম রাসেল

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন