বরিশালে ধানের ন্যায্য মূল্যের দাবীতে ধানের ছড়া নিয়ে বিক্ষোভ

  27-05-2019 04:23PM

পিএনএস, বরিশাল প্রতিনিধি : “কৃষক বাঁচাও-দেশ বাঁচাও” এ প্রতিপাদ্য নিয়ে প্রতি ইউনিয়নে সরকারী ক্রয় কেন্দ্র খুলে সরাসরি কৃষকদের নিকট থেকে ধান ক্রয় করতে হবে। মোটা ধানমন প্রতি ১১শত টাকা,চিকন ধান মন প্রতি ১৩শত টাকা সরকারী ভাবে ক্রয় করতে হবে। কৃষকদের জন্য দ্রুত শষ্যবীমা চালু করতে হবে। পচনশীল কৃষি পণ্যের জন্য সরকারিভাবে হিমাগার তৈরী সহ মধ্যসত্ব ভোগীদের স্বার্থে নয় সরকারী উদ্যেগে কৃষকদের স্বার্থে বাজার ব্যবস্থা গড়ে তুলতে হবে। প্রতিটি কৃষি পণ্যের লাভজনক মূল্য কৃষকরা যাতে পায় তা সুনিশ্চিত করার সহ ৪ দফা দাবী আদায়ের লক্ষে নগরীতে ধানের ছড়া নিয়ে বিক্ষোভ মিছিল, প্রতিবাদ সমাবেশ ও প্রধানমন্ত্রী বরাবর স্বারকলিপি প্রদান করেছে জাতীয় কৃষক সমিতি বরিশাল জেলা কমিটি।

সোমবার (২৭ইমে) সকাল সাড়ে ১১ টায় নগরীর অশ্বিনী কুমার টাউন হল চত্বরে এক প্রতিবাদ সমাবেশ করেছে তারা। বরিশাল জাতীয় কৃষক সমিতি জেলা কমিটির সভাপতি আঃ হকিমের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন ওয়াকার্স পার্টি বরিশাল জেলা কমিটির সভাপতি অধ্যাপক নজরুল হক নিলু, জাতীয় কৃষক সমিতির জেলা সভাপতি বিশ্বজিৎ বাড়ৈ, বরিশাল জেলা নেতা মোজাম্মেল হক ফিরোজ, বাবুগঞ্জ উপজেলার চাঁদপাশা ইউপি চেয়ারম্যান আনিসুর রহমান সবুজ,উজিরপুর উপজেলা কৃষক নেতা মঞ্জুর সোর্সেদ,বিমল করাতী,হারতা ইউপি সদস্য নরেন বাড়ৈ প্রমুখ। সমাবেশ শেষে ধানের ছড়া নিয়ে নগরীতে বিক্ষোভ মিছিল করে জাতীয় কৃষক সমিতি। পরে তারা জেলা প্রশাসকের দপ্তরে গিয়ে অতিরিক্ত জেলা প্রশাসক ইকবাল আখতারের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্বারকলিপি প্রদান করেন।

পিএনএস/মোঃ শ্যামল ইসলাম রাসেল

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন