ফেনীতে র‌্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ নিহত ২

  09-06-2019 08:46PM

পিএনএস ডেস্ক : ফেনীর সদর উপজেলায় র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে ২ যুবক নিহত হয়েছেন। শনিবার দিবাগত রাতে উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফতেহপুর এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে একজনের পরিচয় পাওয়া গেছে। তিনি হলেন- কুমিল্লার বাংগুড়া গ্রামের হাবিবুর রহমানের ছেলে মাহবুবুল হাসান রুবেল (৩০)। র‌্যাবের দাবি, নিহতরা মাদক বিক্রেতা।

র‌্যাব-৭ এর উপ অধিনায়ক স্কোয়াড্রন লিডার শাফায়াত জামিল ফাহিম জানান, মাদকের চালান আসার খবরে র্যাব সদস্যরা রাতে ফতেহপুর রেলগেইট এলাকায় অবস্থান নেয়। এ সময় র‌্যাবের উপস্থিতি টের পেয়ে মাদক ব্যবসায়ীরা গুলি ছোড়ে। র‌্যাবও আত্মরক্ষার্থে পাল্টা গুলি চালায়।

গোলাগুলির মধ্যে দুই মাদক ব্যবসায়ী আহত হয়। গুলিবিদ্ধ অবস্থায় তাদের ফেনী জেনারেল হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

তিনি আরো জানান, ঘটনাস্থলে একটি হটপট পাওয়া যায়, যার ভেতরে ১০ হাজার পিস ইয়াবা ছিল। এছাড়া একটি বিদেশি পিস্তল, একটি ওয়ান শুটারগান, ১৭ রাউন্ড গুলি ও পাঁচটি গুলির খোসা উদ্ধার করা হয়।

পিএনএস/মোঃ শ্যামল ইসলাম রাসেল

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন