চিরিরবন্দরে টলী থেকে পরে হেলপার নিহত

  20-06-2019 09:21PM

পিএনএস, চিরিরবন্দর (দিনাজপুর) প্রতিনিধি : দিনাজপুরের চিরিরবন্দরে ট্রাক্টর থেকে নিচে পড়ে গিয়ে মনি কিশোর রায় নামে এক হেলপার মৃত্যু হয়েছে। মনি কিশেরা উপজেলার নশরতপুর ইউনিয়নের নশরতপুর গ্রামের দেউরীপপাড়া ঋষিদাশ রায় ওরফে ডাউলের ছেলে।

এ সড়ত দূর্ঘনাটি গত ১৯ জুন বুধবার বিকেল আনুমানিক ৪টায় উপজেলার আলোকডিহি ইউনিয়নের বেকিপুল-দুবলিয়া সড়কের বকরীপাড়ায় ঘটেছে। স্থানীয়রা জানান, ওই সময় ট্রাক্টরে বসে রাণীরবন্দরে ফিরছিলেন হেলপার মনি কিশোর। ট্রাক্টরটি বেকিপুল-দুবলিয়া সড়কের বকরীয়াপাড়ায় পৌছালে প্রচ-ঝাঁকুনিতে মাটিতে পড়ে যায় সে। এ সময় ট্রাক্টরটি তার উপরে উঠে যায়। এতে সে গুরুতর আহত হয়। এ সময় স্থানীয় লোকজন তাকে মুমূর্ষ অবস্থায় উদ্ধার করে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথেই তার মৃত্যু হয়।

নশরতপুর ইউনিয়ন পরিষদের সদস্য নিখিল চন্দ্র রায় বিষয়টি নিশ্চিত করে জানান, এ ঘটনায় কোনও অভিযোগ না থাকায় মরদেহ পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে। এ দূর্ঘটনায় মনি কিশোরের পরিবারে শোকের ছায়া নেমে আসে।

পিএনএস/মোঃ শ্যামল ইসলাম রাসেল

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন