গাইবান্ধায় গর্ভবতী মা-শিশুর বিনামূল্যে চিকিৎসা শিবির

  20-06-2019 09:26PM

পিএনএস, গাইবান্ধা প্রতিনিধি : ডায়াবেটিস, গর্ভবতী মা, শিশু ও চক্ষু চিকিৎসা উপলক্ষে গাইবান্ধার স্বেচ্ছাসেবী সংগঠন নাবিক কর্মীরহাত হাসপাতালের উদ্যোগে বৃহস্পতিবার সদর উপজেলার বল্লমঝাড় ইউনিয়ন পরিষদে বিনামূল্যে এক চিকিৎসা শিবির অনুষ্ঠিত হয়। এই চিকিৎসা শিবিরের উদ্বোধন করেন বল্লমঝাড় ইউপি চেয়ারম্যান মো. জাহেদুল ইসলাম ঝন্টু।

শিবিরে চিকিৎসা প্রদান করেন ডাঃ উত্তম চন্দ্র সরকার, ডাঃ ফজলু রহমান, ডাঃ হোসনে আরা বেগম।

এসময় উপস্থিত ছিলেন নাবিক কর্মীরহাত হাসপাতালের সাধারণ সম্পাদক আবু জাফর সাবু, ব্যবস্থাপক মাহমুদুল হক রতন, কোষাধ্যক্ষ হাতেম তাই। এছাড়া নাবিক কর্মীরহাত হাসপাতালের নার্স, সেবিকাদের মধ্যে নার্গিস আকতার, ফেরদৌসী বেগম, জেসমিন আরা, শাহীন মিয়া, ফারুক মিয়া, মোহন বর্মন, মনোয়ারা বেগম শিবিরের বিভিন্ন কাজে সহযোগিতা করেন।

পিএনএস/মোঃ শ্যামল ইসলাম রাসেল

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন