চারঘাটে ছেলেধরা সন্দেহে ৫ জনকে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ

  22-07-2019 05:32PM

পিএনএস ডেস্ক : রাজশাহীর চারঘাটে ছেলেধরা সন্দেহে গণধোলাই দিয়ে ৫ জনকে পুলিশে সোপর্দ করেছে এলাকাবাসী। ওই ব্যক্তিরা ভুয়া এনজিও কর্মী বলেও অভিযোগ পাওয়া যায়। পুলিশ ঘটনাস্থল থেকে তাদের আটক করে থানায় নিয়ে যায়।

সোমবার দুপুর একটার দিকে উপজেলার রাওথা এলাকায় এ ঘটনা ঘটে। চারঘাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নজরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

আটককৃতরা হলেন, গোপালগঞ্জ জেলার মকসুদপুর উপজেলার ঝাকরপুর গ্রামের মসলেম উদ্দিনের ছেলে হাফিজুর রহমান (৪২), একই এলাকার আলহাজ্ব আখতারুজ্জামান এর ছেলে আবুল হোসেন (৪০), লুৎফর রহমানের ছেলে রেজাউল করিম (৩৮), ঢাকা দক্ষিণের লালবাগ থানার আব্দুল মজিদের ছেলে কাইয়ুম আলী(৩৯) ও আবুল কালাম।

স্থানীয়রা জানায়, রাওথা এলাকায় দুপুর একটার দিকে অপরিচিত ৫ জন ব্যক্তি সমিতির সদস্য সংগ্রহ করছিল। এ সময় এলাকাবাসীর সন্দেহ সৃষ্টি হলে তারা ওই ৫ কর্মীকে বিভিন্ন ধরনের প্রশ্ন শুরু করে। তাদের কথা বার্তায় সন্দেহ দেখা দিলে ছেলে ধরা সন্দেহে ওই ৫ জনকে মারপিট করে থানায় সংবাদ দেয়া হয়। পুলিশ সংবাদ পেয়ে ঘটনাস্থল থেকে তাদের আটক করে থানায় নিয়ে যায়।

চারঘাট থানার ওসি বলেন, আটককৃতরা নিজেদের আদ-দ্বীন ওয়েলফেয়ার সেন্টার নামের একটি এনজিওর মাঠ কর্মী হিসেবে দাবি করেছেন।

তবে, চারঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ নাজমুল হক বলেন, কোন এনজিও উপজেলায় কাজ করতে চাইলে তাদের পরিচয়সহ কাগজপত্র জমা দিয়ে অনুমতিপত্র নেয়ার বিধান থাকলেও তারা তেমনটি করেননি। ফলে স্পষ্টতই নিয়ম নীতি অমান্য করেছেন তারা।

পিএনএস/জে এ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন