সুন্দরবনে 'বন্দুকযুদ্ধে' খালেক বাহিনী প্রধানসহ দুই জলদস্যু নিহত

  23-07-2019 11:13AM

পিএনএস ডেস্ক: বাগেরহাটের সুন্দরবনে র্যাযপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) সঙ্গে 'বন্দুকযুদ্ধে' জলদস্যু খালেক বাহিনীর প্রধান খালেকসহ দুই জলদস্যু নিহত হয়েছে। আজ মঙ্গলবার (২৩ জুলাই) ভোরে সুন্দরবনের চাঁদপাই রেঞ্জ জংড়া খাল এলাকায় এ 'বন্দুকযুদ্ধের' ঘটনা ঘটে।

র‌্যাব-৮ এর উপ-অধিনায়ক মেজর খান সজিবুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়েছে বলে জানান তিনি।

সজিবুল ইসলামের ভাষ্যমতে, গোপন সূত্রে খবর পেয়ে গতরাত ৩টার দিকে সুন্দরবনে অভিযান শুরু করেন র‌্যাব-৮ এর সদস্যরা। সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের জোংড়া খাল এলাকায় পৌঁছালে দস্যুরা র‌্যাব সদস্যদের লক্ষ্য করে গুলিবর্ষণ শুরু করে। র‌্যাব সদস্যরাও পাল্টা গুলি চালান। দীর্ঘ সময় ধরে গোলাগুলির একপর্যায়ে দস্যুরা পিছু হটে। এ সময় বন তল্লাশি করে গুলিবিদ্ধ দুই জলদস্যুর মৃতদেহ উদ্ধার করা হয়। এদের মধ্যে একজন জলদস্যু খালেক বাহিনীর প্রধান খালেক বলে শনাক্ত করা হয়। এ সময় দস্যুদের ব্যবহৃত বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়।

অভিযান এখনও চলছে বলে জানিয়েছেন র‌্যাবের এই কর্মকর্তা।

পিএনএস/আনোয়ার

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন