নিজ অস্ত্রের গুলিতে আনসার সদস্যের আত্মহত্যা

  15-08-2019 04:43PM

পিএনএস ডেস্ক : যশোর সদর উপজেলার বসুন্দিয়া পুলিশ ক্যাম্পে নিজ অস্ত্র দিয়ে গুলি করে মকদুম আলী (৫১) নামে এক আনসার সদস্য আত্মহত্যা করেছেন।

বৃহস্পতিবার ভোরে ফজরের নামাজ শেষ করে ক্যাম্পের ভেতরেই তিনি আত্মহত্যা করেন।

মকদুম আলী টাঙ্গাইলের ভুয়াপুর উপজেলার বিলঅমুলা গ্রামের বাসিন্দা। দেড় মাস আগে তিনি বসুন্দিয়া ক্যাম্পে যোগ দিয়েছিলেন।

যশোরের অতিরিক্ত পুলিশ সুপার গোলাম রব্বানী শেখ বলেন, পারিবারিক কলহের জের ধরে আনসার সদস্য মকদম আলী আত্মহত্যা করেছেন। বৃহস্পতিবার ভোরে ফজরের নামাজের পর পুলিশ ক্যাম্পে নিজের কক্ষে চায়না রাইফেল ঠেকিয়ে আত্মহত্যা করেন তিনি। গুলি মাথা দিয়ে বেরিয়ে গেছে।

তিনি বলেন, স্ত্রীর সঙ্গে মকদমের বয়সের ব্যবধান অনেক। তাদের দাম্পত্য কলহ ছিল। এছাড়াও কিছুদিন আগে দুর্ঘটনায় তাদের ছোট মেয়ে প্রতিবন্ধী হয়েছে। এসব নিয়ে পরিবারে কলহ লেগেই থাকত। বৃহস্পতিবার ভোরেও স্ত্রীর সঙ্গে কথা কাটাকাটি হয়। এরপর তিনি আত্মহত্যা করেছেন।

যশোর কোতোয়ালী থানার পরিদর্শক (তদন্ত) সমীর সরকার জানান, মরদেহ উদ্ধার করা হয়েছে। নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে সুরতহাল রিপোর্ট করা হয়েছে। পুলিশ প্রশাসন ও আনসারের ঊর্ধ্বতন কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন।

পিএনএস/জে এ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন