জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে বরিশালে প্রশিক্ষণ কর্মশালা

  16-11-2019 06:30PM

পিএনএস ডেস্ক : বরিশালে হিজড়া জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন শীর্ষক ৫০ দিন ব্যাপী প্রশিক্ষণ কর্মশালার উদ্ধোধন করা হয়েছে। শনিবার সকালে নগরীর কালীবাড়ি রোডের সমাজসেবা কার্যালয়ে এ প্রশিক্ষণ কর্মশালার উদ্ধোধন করেন জেলা প্রশাসক এসএম অজিয়র রহমান।

জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক আল মামুন তালুকদারের সভাপতিত্বে এবং প্রবেশন অফিসার সাজ্জাদ পারভেজের সঞ্চালনায় কর্মশালার উদ্ধোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মো. রকিব উদ্দিন, জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সুব্রত কুমার দাস এবং মেট্রোপলিটন পুলিশের সহকারী কমিশনার রাসেল আহমেদ।

৫০ দিনব্যাপী এই কর্মশালায় ৫০জন হিজড়া কম্পিউটার ও সেলাই কাজের প্রশিক্ষণ গ্রহণ করবেন। প্রশিক্ষণ শেষে তাদের জীবনমান উন্নয়নে কম্পিউটার এবং সেলাই মেশিন সহায়তা দেবে সমাজ সেবা অধিদপ্তর।

পিএনএস/জে এ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন