ফুলবাড়ীতে ৫ কোটি টাকার মাদক ধ্বংস

  02-12-2019 05:09PM

পিএনএস ডেস্ক : দিনাজপুরের ফুলবাড়ীতে চারকোটি ৯২ লাখ ৯ হাজার টাকা মূল্যের জব্দকৃত মাদক ধ্বংস করেছে ফুলবাড়ী ২৯ বডার গার্ড ব্যাটলিয়ন। আজ সোমবার সকাল ১১টায়, ফুলবাড়ী ২৯ বডার গার্ড ব্যাটলিয়নের আয়োজনে ফুলবাড়ী সদর দপ্তরে এক সুধি সমাবেশে এই মাদক ধ্বংস করা হয়।

মাদক ধ্বংস করণ ও সুধি সমাবেশে ফুলবাড়ী ২৯ বডার গার্ড ব্যাটলিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. শরিফুল্লাহ আবেদ এর সভাপতিত্বে প্রধান অথিতি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর-৫ আসনের জাতীয় সংসদ সদস্য, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের স্থায়ী কমিটির সভাপতি, সাবেক মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট মোস্তাফিজুর রহমান ফিজার এমপি।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ বডার গার্ড (বিজিবি) এর দিনাজপুর সেক্টর কমান্ডার কর্নেল সোহরাব হোসেন পিবিজিএম পিএসসি জিপ্লাস, দিনাজপুর ৪২ বিজিবি’র অধিনায়ক লে. কর্নেল গাজী নাহিদুজ্জামান পিএসসি, দিনাজপুর জেলা প্রশাসক মাহমুদুল আলম, দিনাজপুর পুলিশ সুপার আনোয়ার হোসেন, ৪২ বিজিবির অতিরিক্ত পরিচালক মেজর সামসুজ্জামান মোহাম্মাদ আরিফ-উল-ইসলাম, র‌্যাব ১৩ এর অধিনায়ক কমান্ডার রেজা আহম্মেদ ফেরদৌস, অতিরিক্ত পুলিশ সুপার মিঞা আশিষ বীন হাছান, জুটিশিয়াল ম্যাজিস্ট্রেট লিমেন্ট রায়, ফুলবাড়ী উপজেলা চেয়ারম্যান আতাউর রহমান মিল্টন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর দিনাজপুর এর সহকারী পরিচালক রাজিউর রহমান, ফুলবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুস সালাম চৌধুরী ও বিরামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা তৌহিদুর রহমান প্রমুখ।

ফুলবাড়ী ২৯ বিজিবির অধিনায়ক লে. কর্নেল শরিফুল্ল্যাহ আবেদ চার কোটি ৯২ লাখ ৯ হাজার টাকার মাদক ধ্বংসের সত্যতা নিশ্চিত করেছেন।

মাদকদ্রব্য ধ্বংসের আগে এক আলোচনা সভায় দিনাজপুর জেলা প্রশাসক মাহমুদুল আলম বলেন, মাদকমুক্ত দিনাজপুর গড়ার জন্য দিনাজপুর জেলা প্রশাসনসহ সকল আইন শৃঙ্খলা বাহিনী একত্রে কাজ করে যাচ্ছে।

পিএনএস/জে এ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন