মহাদেবপুরে মাদ্রাসার সুপার ও পরিচালনা কমিটির বিরুদ্ধে সংবাদ সম্মেলন

  04-12-2019 03:25PM

পিএনএস, মহাদেবপুর (নওগাঁ) প্রতিনিধি : নওগাঁর মহাদেবপুর উপজেলার চকরাজা আহম্মদিয়া দাখিল মাদ্রাসার সুপার ও পরিচালনা কমিটির বিরুদ্ধে অনিয়ম-দূর্নীতি’র অভিযোগ তদন্তপূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার দাবিতে সংবাদ সম্মেলন করেছে গ্রামবাসী। মঙ্গলবার বিকেলে উপজেলার নওহাটামোড় এলাকার চেয়ারম্যান মার্কেটে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। চকরাজা গ্রামবাসীর পক্ষে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন রাসেল। এ সময় উপস্থিত ছিলেন ভীমপুর ইউনিয়ন কৃষক লীগের সাধারন সম্পাদক আবু সাঈদ, আওয়ামী লীগ নেতা হামিদুর রহমান, যুবলীগ নেতা আজাদুল ইসলাম, চকরাজা গ্রামের হায়দার আলী, এরশাদুল ইসলাম প্রমূখ।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে রাসেল বলেন, মাদ্রাসার ফসলি জমি রয়েছে প্রায় ২৫ বিঘা। ওই জমিগুলোতে বছরে দুটি ফসল ফলানো হয়। প্রতিবছর মাদ্রাসা কেন্দ্রিক লিল্লাহ বোডিংয়ে সরকার কর্তৃক বরাদ্দকৃত অর্থ আসে ২ লাখ ৬০ হাজার টাকা। এরপরেও দীর্ঘদিন যাবৎ প্রতিষ্ঠানের উল্লেখযোগ্য তেমন কোন উন্নয়ন হয়নি। পরিচালনা কমিটি-মাদ্রাসার সুপারের অনিয়ম-দূর্নীতি ও অবহেলার কারনে মাদ্রাসাটি দিন দিন শিক্ষার্থী শুণ্য হয়ে পড়ছে। এ ব্যাপারে উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা সমাজসেবা কর্মকর্তা বরাবর শতাধিক গ্রামবাসী স্বাক্ষরিত পৃথক দুটি লিখিত অভিযোগ দেয়া হলেও অজ্ঞাত কারনে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে না।

এ বিষয়ে চকরাজা আহম্মদিয়া দাখিল মাদ্রাসার সুপার মোল্লা জালাল বলেন, ‘মাদ্রাসায় কোন অনিয়ম-দূর্নীতি হচ্ছে না। একটি স্বার্থান্বেষী মহল আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক অপপ্রচার চালাচ্ছে।’ মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি মো. হাদিউজ্জামান হাদীর সাথে মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলে তার ব্যবহৃত নম্বরটি বন্ধ পাওয়া যায়।

পিএনএস/মোঃ শ্যামল ইসলাম রাসেল

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন