ফরিদপুরে 'বন্দুকযুদ্ধে' ডাকাত সর্দার নিহত

  15-01-2020 01:41PM


পিএনএস ডেস্ক: ফরিদপুরের বোয়ালমারী উপজেলায় পুলিশের সাথে 'বন্দুকযুদ্ধে' এক ডাকাত সর্দার নিহত হয়েছেন। বুধবার ভোররাতে উপজেলার শেখর ইউনিয়নের বারাংকুল গ্রামের পিয় নাথ পালের মেহগনি বাগানে এ ঘটনা ঘটে।

নিহত এনায়েত হোসেন (৩০) বোয়ালমারী উপজেলার চতুল ইউনিয়নের বনচাকি গ্রামের মৃত মজিবর হোসেনের ছেলে।

ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ জামাল পাশা জানান, একাধিক হত্যা, ডাকাতি, ধর্ষণসহ ১৩টি মামলার আসামি এনায়েতকে আটকের পর তার দেয়া তথ্য অনুয়ায়ী অস্ত্র উদ্ধারে ওই বাগানে যায় পুলিশ। সেখানে থাকা এনায়েতের সহযোগিরা টের পেয়ে পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এ সময় পুলিশের কাছ থেকে পালিয়ে যায় এনায়েত। হামলাকারীদের লক্ষ্য করে পুলিশও পাল্টা গুলি ছুঁড়লে তারা পালিয়ে যায়। পরে স্থানীয়দের সহায়তায় বাগান থেকে গুলিবিদ্ধ এনায়েতকে উদ্ধার করে বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নেয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ সময় ঘটনাস্থল থেকে পুলিশ একটি ওয়ান শুটার গান, দুটি শর্টগানের গুলি, দুটি শর্টগানের এমটি কার্তুজ, একটি চাপাতী ও একটি চাইনিজ কুড়াল উদ্ধার করে।

পিএনএস/আনোয়ার

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন