লক্ষ্মীপুর পৌরসভা কিশোর-কিশোরী ক্লাবের উদ্বোধন

  29-01-2020 05:58PM

পিএনএস, লক্ষ্মীপুর প্রতিনিধি : কিশোর-কিশোরী ক্লাব প্রকল্পের আওতায় লক্ষ্মীপুর পৌরসভা কিশোর-কিশোরী ক্লাব এর উদ্বোধনী অনুষ্ঠান ২৯ জানুয়ারী (বুধবার) দুপুরে শহরের ঈদগাহ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৪র্থ তলায় অনুষ্ঠিত হয়। জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা বেগম সুলতানা জোবেদা খানম এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সদর উপজেলা নিবাহী কর্মকর্তা শফিকুর রিদোয়ান আরমান শাকিল।

বিশেষ অতিথি ছিলেন, সহকারী উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ওমর ফারুক।

বক্তব্য রাখেন, বেসরকারী এনজিও ভয়েস এর নির্বাহী পরিচালক সামছুল আলম লিটু, সাংবাদিক মো: রবিউল ইসলাম খান, বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা মরিয়ম বেগম, পারভিন আক্তার প্রমুখ। আলোচনা সভা শেষে ফিতা কেটে ক্লাবের শুভ উদ্বোধন ঘোষণা করেন অতিথিবৃন্দ।

আয়োজকরা জানান, সপ্তাহে প্রতি শুক্রবার-শনিবার বিকেল ৩ টা থেকে ৫ পর্যন্ত এ ক্লাবে ৬ষ্ঠ থেকে ৭ম শ্রেণী পর্যন্ত পড়–য়া কিশোর-কিশোরীদের নিয়ে এই ক্লাব পরিচালনা করা হবে।

প্রকল্পের মাধ্যমে নিয়োগকৃত শিক্ষকদের মাধ্যমে কিশোর-কিশোরীদের নাচ, গান, আবৃত্তি, সংগিত শিখানো হবে। জেলা মহিলা বিষয়ক অধিদপ্তর ক্লাব গুলো তদারকি করবে। লক্ষ্মীপুর সদর উপজেলায় ২১ টি ইউনিয়নে ২১ টি ও পৌরসভায় ১টি সহ মোট ২২ ক্লাব গঠন করা হবে। প্রতিটি ক্লাবে ১০ কিশোর-২০ জন কিশোরী থাকবে।

পিএনএস/মোঃ শ্যামল ইসলাম রাসেল

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন