নবাবগঞ্জে ইট ভাটায় ভ্রাম্যমান আদালতের অভিযান

  29-01-2020 09:29PM

পিএনএস, নবাবগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি : ইটভাটা খ্যাত এলাকা হিসাবে পরিচিত দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার হরিপুর এলাকায় স্থাপন করা অবৈধ ইটভাটায় ভ্রাম্যাম্যমান আদালত অভিযান পরিচালনা করেছে।

আজ বুধবার দুপুরে সহকারী কমিশনার(ভূমি) আল মামুন ওই অভিযান পরিচালনা করেন। এসময় পরিবেশ অধিদপ্তর দিনাজপুরের সহকারী পরিচালক মিজানুর রহমান তাঁর সাথে ছিলেন। আদালত অভিযান কালে পুলিশ ও ফায়ার সার্ভিসের সহযোগিতায় হরিপুর আর এম এ, এ এস এম, আর এ আর ও অলোক এস আর ইটভাটায় অভিযান চালায়। অভিযান চলাকালে আর এম এ এবং অলোক এসআর ইটভাটায় ফায়ার সার্ভিসের ঘটিকা পাম্প মেশিন দ্বারা পানি দিয়ে ভাটার ইট নষ্ট করে দেয়ার চেষ্টা করা হয়। এ এস এম ইটভাটার রিটের কাগজ রয়েছে বলে ভ্রাম্যমান আদালতকে জানানো হয়। সহকারী কমিশনার(ভূমি) আল মামুন জানান অভিযানকালে আদালত আর এম এ এবং আর এ আর ইট ভাটার ৫০ হাজার টাকা করে ১ লাখ টাকা জরিমানা করা হয়।

পিএনএস/মোঃ শ্যামল ইসলাম রাসেল

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন