ডিমলায় উঠান বৈঠক অনুষ্ঠিত

  12-02-2020 09:11PM

পিএনএস, ডিমলা (নীলফামারী) প্রতিনিধি : পুলিশে জনতা জনতাই পুলিশ এ স্লোগান করে মাদক, জঙ্গী, সন্ত্রাস, ইভটিজিং ও বাল্য বিবাহ প্রতিরোধের লক্ষ্যে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। গত রবিবার বাদ মাগরিব ৬ নং নাউতারা ইউনিয়ন নাউতারা হাট বেলতলী মাঠে শুকানদিঘী দাখিল মাদ্রাসার সভাপতি জফর উদ্দিন কাছুয়ার সভাপতিত্বেএ সভা অনুষ্ঠিত হয়।

সভায় বক্তব্য রাখেন ডিমলা থানা অফিসার ইনচার্জ মফিজ উদ্দিন শেখ , ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম লেলিন, এস,আই রাশেদুজ্জামান রাশেদ, উজ্জল শাহ্, ইউপি সদস্য সাহের আলী, প্রভাষক সহিদুল ইসলাম সাজু ।

অফিসার ইনচার্জ তার বক্ত্যেবে বলেন মাদক সেবনকারী সন্ত্রাস ও জঙ্গী এরা দেশ এবং জাতির শত্রু এরা মানবতার শক্র , এদেরকে প্রতিহত করা একার সম্ভব না । এজন্য সকলকে এগিয়ে এসে এদেরকে রুখতে হবে। আসুন আমরা সকলে এক হয়ে সকল প্রকার মাদককে না বলি এবং জুয়া , চোরাচালান, বাল্য বিবাহ প্রতিরোধ করি।

পিএনএস/মো: শ্যামল ইসলাম রাসেল

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন