লক্ষ্মীপুরে নতুন করোনা আক্রান্ত ২৭

  29-06-2020 04:20PM

পিএনএস, লক্ষ্মীপুর প্রতিনিধি : লক্ষ্মীপুরে রেড জোন এলাকা সমূহে চলছে লকডাউন তবুও লাফিয়ে লাফিয়ে বাড়ছে জেলায় করোনা আক্রান্তের সংখ্যা। গত ২৪ ঘণ্টায় নতুন করে মোট ২৭ জন করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় মোট আক্রান্ত ৭৯৫ জন।

এ ছাড়াও সুস্থ হয়ে বাড়ী ফিরেছেন জেলায় মোট ৩৩৩ জন। তবে বেশীর মানুষ সামাজিক দূরত্ব ও স্বাস্থ্যবিধি না মানার কারণে দিন দিন বাড়ছে করোনা রোগীর সংখ্যা। স্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে লকডাউন পুরোপুরি কার্যকর করতে কর্তৃপক্ষের জরুরী ব্যবস্থা গ্রহণ করতে হবে।

জেলা সিভিল সার্জন আবদুল গফফার (সোমবার) সকালে সাংবাদিকদের জানান, গত ২৪ ঘন্টায় ফলাফলে জেলায় ২৭ জন করোনা আক্রান্তের খবর আমাদের কাছে এসেছে। এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা ৭৯৫ জন।

মোট হিসেবে সদর উপজেলায় ৪১২ জন, রামগঞ্জে ১৩০ জন, রামগতি ৬২ জন, কমলনগর ১২১ জন ও রায়পুর উপজেলায় ৭০ জন।

জেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা যায়, জেলায় সুস্থতার ছাড়পত্র প্রাপ্ত মোট- ৩৩ জন জেলায় মোট মারা যায় ১৬ জন।

সিভিল সার্জন আরও বলেন, জেলায় সামাজিক দৃরত্ব ও স্বাস্থ্যবিধি না মেনে জনসাধারণ অবাধে চলাচলের কারণে করোনা সংক্রমনের হার বাড়ছে। সকলকে সচেতন হওয়ার জন্য অনুরোধ জানান তিনি।

পিএনএস/মোঃ শ্যামল ইসলাম রাসেল

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন