সুন্দরগঞ্জে জাতীয় শোক দিবস পালিত

  15-08-2020 04:58PM

পিএনএস, সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি : গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় ব্যাপক কর্মসুচির মধ্য দিয়ে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালী, জাতীর পিতা বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের শাহাদৎ বাষির্কী ও জাতীয় শোক দিবস পালিত হয়েছে। ভিন্ন কর্মসুচির মধ্য উপজেলার সরকারি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান, অফিস আদালত ব্যাক বীমা, স্বেচ্ছাসেবী সংগঠন, রাজনৈতিক সংগঠন দিবসটি পালন করে। কর্মসুচির মধ্যে ছিল জাতিয় পতাকা অধনমিত রাখ, র্যালি, আলোচনা সভা, বঙ্গবন্ধুর প্রতিকৃতিত্বে পুস্পমাল্য অর্পণ, দোয়া মাহফিল, তবারক বিতরণ।

শনিবার সকালে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে¦ পুস্পমাল্য অর্পণ শেষে উপজেলা প্রশাসনের আয়োজনে অডিটরিয়ামে, আওয়ামীলীগের আয়োজনে উপজেলা কার্যালয়ে এবং জাতীয় পাটির আয়োজনে জাপা উপজেলা কার্যালয়ে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে পৃথক বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান আশরাফুল আলম সরকার লেবু, উপজেলা নির্বাহী অফিসার কাজী লুতফুল হাসান, সহকারি কমিশনার (ভুমি) শাকিল আহমেদ, থানা অফিসার ইনচার্জ আব্দুল্লাহিল জামান, উপজেলা আওয়ামীলীগ সিনিয়র যুগ্ম আহবায়ক আফরুজা বারী, যুগ্ম আহবায়ক সাজেদুল ইসলাম, রেজাউল আলম রেজা, মেহিদি মোস্তফা মাসুম, খুরশিদ জাহান হক স্মৃতি, উপজেলা জাপার সহসভাপতি আনছার আলী সরদার, জাপার সাধারণ সম্পাদক আব্দুল মান্নান মন্ডল, পৌর জাপার সভাপতি আব্দুর রশিদ সরকার ডাবলু, দহবন্দ ইউপি চেয়ারম্যান গোলাম কবির মুকুল, এটিএম মাসুদ উল ইসলাম চঞ্চল প্রমুখ।

এদিকে বেলকা মজিদ পাড়া বালিকা উচ্চ বিদ্যালয়ে ভিন্ন কর্মসুচির মধ্যে দিয়ে দিবসটি পালন করে। দিবসটি উপলক্ষে আলোচনা সভায় বক্তব্য রাখেন প্রধান শিক্ষক আব্দুল মান্নান আকন্দ, অভিভাবক সদস্য দেলবর হোসেন, সহকারি শিক্ষক মুসলিম আলী, হায়দার আলী প্রমুখ।

পিএনএস/এসআইআর


@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন