তানোরে ধর্ষণ ও নারীর প্রতি সহিংতার প্রতিবাদে মানববন্ধন

  15-10-2020 09:46PM

পিএনএস, তানোর (রাজশাহী) সংবাদদাতা : রাজশাহীর তানোরে ধর্ষণ ও নারীর প্রতি সহিংসতার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

আজ বৃহস্পতিবার (১৫ সেপ্টেম্বর) সকাল ১১টায় বেসরকারি সংস্থা রুলফাও এর উদ্যোগে উপজেলার প্রবেশদ্বার রাস্তা সংলগ্ন ঘন্টাব্যাপী মাবনবন্ধনটি অনুষ্ঠিত হয়।

স্টুডেন্ট এ্যাসোসিয়েশন তানোর এর সভাপতি নাইমুল হক হামিমের উপস্থাপনায় প্রধান অতিথির বক্তব্য রাখের সরনজাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল মালেক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মহিলা বিষায়ক কর্মকর্তা ফাতেমা খাতুন, রুলফাও প্রেসার গ্রুপ সদস্য আব্দুল মতিন, রুলফাও সমন্বয়কারী ইয়াসিন আলী,রাজশাহী আদিবাসী যুব পরিষদ সংঘ সাধারণ সম্পাদক রাজেন হেমরম প্রমুখ।

মানববন্ধনে বক্তারা নারীর প্রতি বৈষম্য দূরীকরণ, নারীর প্রতি সহিংসতা প্রতিরোধ,নারীর ক্ষমতায়ন, নারী নির্যাতন/ধর্ষণ প্রতিরোধ আইনে সাক্ষ্য আইনের সংশোধন,নারী নির্যাতন বিচার দ্রুতকরণের দাবী তুলে ধরেন।

পিএনএস/এসআইআর


@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন