ইটনায় নৌকার মাঝিকে পিটিয়ে হত্যার অভিযোগে একজন আটক

  16-10-2020 01:52PM


পিএনএস ডেস্ক: কিশোরগঞ্জের ইটনায় গাজী মিয়া (৬৫) নামে নৌকার এক মাঝিকে পিটিয়ে হত্যার অভিযোগে মহসিন (৩৪) নামে একজনকে আটক করেছে পুলিশ। আটক মহসিন ইটনা বড়হাটি গ্রামের মহরম আলীর ছেলে। আজ শুক্রবার ভোরে তাকে আটক করা হয়েছে বলে জানা গেছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সন্ধ্যার পর গাজী মিয়ার নৌকাটি তাড়াইল থেকে যাত্রী নিয়ে ইটনা সদরে জেটিঘাটে যাবার সময় ইটনা নতুন বাজারের কাছে অপর একটি মাছ ধরার ছোট নৌকাকে ধাক্কা দেয়। এতে মাছ ধরার নৌকাটি ডুবে যায়। এ সময় মাছ ধরার নৌকায় থাকা ৫/৬ জন লোক গাজী মিয়ার নৌকায় উঠে গাজী মিয়াকে বেদম মারপিট করে। মুমূর্ষু অবস্থায় গাজী মিয়াকে ইটনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। গাজী মিয়া ইটনা পূর্বগ্রাম গ্রামের মৃত মজিদ মিয়ার ছেলে।

ইটনা থানার পরিদর্শক (অপারেশন) শামসুল হাবিব জানান, গাজী মিয়ার মৃত্যুর ঘটনায় মহসিনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।

অপরদিকে গাজী মিয়ার লাশ ময়না তদন্তের জন্য আজ শুক্রবার সকালে কিশোরগঞ্জ মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে এখনও মামলা হয়নি। মামলা দায়ের হলে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে পুলিশ জানায়।

পিএনএস/আনোয়ার

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন