বিশ্ব খাদ্য দিবস উপলক্ষে মোংলায় আলোচনা সভা

  16-10-2020 02:35PM


পিএনএস ডেস্ক: প্রাণিজ আমিষের আধার সুন্দরবনে বিষ প্রয়োগে মাছ নিধন এবং সাগরের মৎস সম্পদ লুট রুখে দেয়ার আহ্বান জানিয়ে মোংলায় বিশ্ব খাদ্য দিবস উপলক্ষে নানা কর্মসূচি পালিত হয়েছে।

খাদ্য নিরাপত্তা নেটওয়ার্ক বাংলাদেশ, পশুর রিভার ওয়াটারকিপার এবং গঠন’র আয়োজনে শুক্রবার সকালে বিশ্ব খাদ্য দিবস উপলক্ষে মানববন্ধন ও সংলাপ অনুষ্ঠিত হয়েছে।

পরে বিশ্ব খাদ্য দিবস উপলক্ষে মোংলা প্রেসক্লাবে মৎস্যজীবি-বনজীবি এবং কৃষিজীবিদের অংশগ্রহণে ‘প্রাণিজ আমিষের আধার সুন্দরবনে বিষ প্রয়োগে মাছ নিধন এবং সাগর লুট বন্ধে করণীয়’ শীর্ষক সংলাপে খাদ্য নিরাপত্তা নেটওয়ার্কের সদস্য মো. নূর আলম শেখের সভাপতিত্ব বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার কমলেশ মজুমদার, মোংলা সরকারি কলেজের অধ্যক্ষ মো. গোলাম সরোয়ার, সহকারি কমিশনার (ভূমি) নয়ন কুমার রাজবংশী, উপজেলা কৃষি অফিসার অনিমেষ কুমার বালা ও উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা এ জেড এম তৌহিদুর রহমান, অধ্যক্ষ আবু সাইদ খান, অধ্যক্ষ মো, সেলিম, প্রভাষক মাহবুবুর রহমান, প্রভাষক মনোজ কান্তি বিশ্বাস, গঠন’র অপূর্ব রায়, জেলে সমিতির সাধারণ সম্পাদক আব্দুর রশিদ হাওলাদার, পশুর রিভার ওয়াটারকিপার ভলান্টিয়ার কমলা সরকার প্রমূখ।

পিএনএস/আনোয়ার

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন