তানোরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীদের অধিকার আদায়ের সক্ষমতা বিষয়ক প্রশিক্ষণ

  25-11-2020 03:51PM

পিএনএস, তানোর (রাজশাহী) প্রতিনিধি : রাজশাহীর তানোরে সমতলের ক্ষুদ্র-নৃগোষ্ঠী সম্প্রদায়ের অধিকার আদায়ের সক্ষমতা বৃদ্ধিকরণ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।

আজ মঙ্গলবার (১০ নভেম্বর) বে-সরকারি উন্নয়ন সংস্থা প্রিপ ট্রাস্টের উদ্যোগে সকাল ১০ টায় উপজেলা তালন্দ ইউনিয়ন পরিষদ হলরুমে এই প্রশিক্ষণ সভা অনুষ্ঠিত হয়। এতে উপজেলার বিভিন্ন এলাকার ক্ষুদ্র-নৃগোষ্ঠি সম্প্রদায়ের নেত্রীবৃন্দরা অংশ গ্রহণ করেন।

সভায় তানোর উপজেলার ক্ষুদ্র-নৃগোষ্ঠীর নেত্রী সমিরণ কিসকুর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন প্রিপ ট্রাষ্টের কো-অর্ডিনেটর রোকেয়া যেভীন কায়সারী।

এসময় উপস্থিত ছিলেন তালন্দ ইউপি চেয়ারম্যান আব্দুল কাশেম, প্রিপ ট্রাস্ট এর প্রশিক্ষক কাজী শহিদুল ইসলাম, সংস্থার সমন্বয়ক এনামুল কবির খোকন প্রমুখ।

পিএনএস/এসআইআর

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন