পাইকগাছা পৌরসভা নির্বাচন: প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ

  11-01-2021 07:45PM

পিএনএস, পাইকগাছা (খুলনা) প্রতিনিধি : আগামী ৩০ জানুয়ারি অনুষ্ঠিতব্য খুলনার পাইকগাছা পৌরসভা নির্বাচনে দু'টি মেয়র পদ সহ ৪৭ টি পদে প্রতিক বরাদ্দ দেয়া হয়েছে।

সোমবার সকালে উপজেলা পরিষদ মিলোনয়তনে প্রার্থীদের মধ্যে প্রতিক বরাদ্ধ দেন সিনিয়র জেলা রিটার্নিং অফিসার এম. মাহজারুল ইসলাম। নির্বাচনে মেয়র পদে আওয়ামীলীগ মনোনীত প্রার্থী সেলিম জাহাঙ্গীর কে নৌকা ও সিপিবি মনোনীত প্রার্থী অ্যাড. প্রশান্ত কুমার মন্ডল কে কাস্তে প্রতিক বরাদ্ধ দেয়া হয়। সংরক্ষিত কাউনন্সিলর পদে ১২ টি ও সাধারণ কাউনন্সিলর পদে ৩৩ জন কে লটারির মাধ্যমে প্রতিক বরাদ্ধ দেয়া হয়েছে। ১ নং ওয়ার্ডে একমাত্র প্রার্থী হওয়ায় গাজী আলাউদ্দিনকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করা হবে বলেন জেলা রিটার্নিং অফিসার এম. মাহজারুল ইসলাম।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান আনোয়ার ইকবাল মন্টু, উপজেলা নির্বাহী অফিসার এবিএম খালিদ হোসেন সিদ্দিকী, উপজেলা নির্বাচন অফিসার মো. কামাল উদ্দীন আহম্মেদ, উল্লেখ্য প্রার্থীতা প্রত্যাহারের শেষ দিন রবিবার বিকেলে বিএনপি মনোনিত প্রার্থী মনিরুজ্জামান মনি শারিরীক অসুস্থতা দেখিয়ে লিখিত ভাবে মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন বলে উপজেলা নির্বাচন অফিসার জানান। নির্বাচনে মোট ৪৯টি মনোনয়ন পত্র জমা পড়ে। যারমধ্যে ১ নং ওয়ার্ডের কাউনন্সিলর পদে গাজী বজলুর রহমানের হলফনামায় স্বাক্ষর না থাকার কারণে তার মনোনয়নপত্র বাতিল করেন নির্বাচন অফিসার জানান।

পিএনএস/এসআইআর


@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন