ডিমলায় অসহায় আতোয়ারার বাঁচার আকুতি

  23-01-2021 04:10PM

পিএনএস, ডিমলা (নীলফামারী) প্রতিনিধি : স্বামীর অভাবী সংসার,একটি মাত্র ভ্যান গাড়ী চালিয়ে জীবন নির্বাহ করেন। তার উপর হৃদরোগে আক্রান্ত হয়ে দীর্ঘ ৮ মাস ধরে বিছানায় ছটফট করতেছেন আতোয়ারা।

ডাক্তার বলেছেন, হার্ট সার্জারী করলে স্বাভাবিক জীবনে ফিরতে পারবেন।

নীলফামারী ডিমলা উপজেলার ৮নং ঝুনাগাছ চাপানী ইউনিয়নের দক্ষিন সোনাখুলী ৭ নং ওয়ার্ডের স্থায়ী বাসিন্দা রেয়াজ উদ্দীনের স্ত্রী আতোয়ারা বেগম(৩২) অপ্রাপ্ত তিন সন্তানের জননী। তার হার্ডের বাল্পের সমস্যায় হওয়ায় বাড়ির আসবাব পত্র বিক্রি করে দীর্ঘ ৮ মাস ধরে চিকিৎসা চালিয়ে আসছেন। বর্তমানে তার একটি ভ্যান গাড়ী ছাড়া আর কোন অবলম্বন নেই।চরম মানবেতর জীবন যাপন করছে পরিবারটি।আতোয়ারা বেগম বলেন,আমার জন্য না হলেও সন্তানদের মুখের দিকে তাকিয়ে বাঁচতে চাই।

বর্তমানে সে হৃদরোগ ও মেডিসিন বিশেষঞ্জ ডাঃ মোঃ হাসানুল ইসলাম,এমবিএস,এমডি (কার্ডোলজি) রংপুর এর চিকিৎসাধীন আছেন। ডাক্তার বলেছেন, অপারেশন হলেই বেঁচে যাবে, অপারেশনের জন্য প্রায় ৫ থেকে ৬ লক্ষ টাকার প্রয়োজন।

তাই সরকারী বেসরকারী সমাজের সহৃদয়বান সেবানকারী প্রতিষ্ঠান ও সেচ্ছাসেবী সংগঠনগুলোর প্রতি সাহায্যের জন্য আকুতি জানান পরিবারটি।

পিএনএস/এসআইআর

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন