হবিগঞ্জের সাতছড়িতে অবৈধ অস্ত্রের সন্ধানে বিজিবির অভিযান

  03-03-2021 12:10AM

পিএনএস ডেস্ক : হবিগঞ্জের সাতছড়ি জাতীয় উদ্যানে অস্ত্রের সন্ধানে অভিযান চালাচ্ছে বাংলাদেশ বর্ডার গার্ড বিজিবি।

মঙ্গলবার সন্ধ্যা থেকে বিজিবি ৫৫ ব্যাটালিয়ানের হবিগঞ্জ ক্যাম্পের অধিনায়ক লে. কর্ণেল সামীউন্নবী চৌধুরীর নেতৃত্বে এ অভিযান পরিচালিত হচ্ছে।

আজ রাত সাড়ে ১১টা পর্যন্ত এ অভিযানে কি পরিমান অস্ত্র উদ্ধার হয়েছে ,সে সম্পর্কে বিজিবির পক্ষ থেকে এখনই কিছু জানানো হয়নি। অভিযান শেষে এ বিষয়ে গণমাধ্যমকে জানানো হবে বলে বিজিবির এক কর্মকর্তা জানান।

২০১৪ সালের ১ জুন সাতছড়ি জাতীয় উদ্যানে অস্ত্র উদ্ধারে প্রথম অভিযান করে র‌্যাব। সবশেষ ২০১৯ সালের ১৪ নভেম্বর পর্যন্ত কয়েক দফায় বিপুল পরিমাণ কামান বিধ্বংসী রকেট, রকেট চার্জার, রকেট লঞ্চার, মেশিনগানসহ বিপুল পরিমাণ বুলেট উদ্ধার করা হয়।

পিএনএস/জে এ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন