শিক্ষক পিতার বিরুদ্ধে নির্যাতনের কাহিনী শোনালো মেয়ে

  09-03-2021 11:47AM

পিএনএস ডেস্ক: নড়াইলে আর্ন্তজাতিক নারী দিবসের অনুষ্ঠানে শিক্ষক পিতার বিরুদ্ধে মায়ের ওপর অমানবিক নির্যাতনের কাহিনী শোনালেন কলেজ পড়ুয়া মেয়ে শাহ্জাদী মারিয়াম বিনতে শাহান।

সোমবার (৮ মার্চ) বেলা ১১টার দিকে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনাসভায় নির্যাতনের বর্ণনা দিয়ে তাদের ভরণপোষণ ও নিরাপত্তার দাবি জানান।

শাহ্জাদী মারিয়ামের পিতা শাহান সরদার সদর উপজেলার মাইজপাড়া মাধ্যমিক বিদ্যালয়ের গণিতের শিক্ষক। মা ফারজানা বেগম গৃহিনী। বাড়ি সদর উপজেলার মাইজপাড়া ইউনিয়নের চারিখাদা গ্রামে।

শাহজাদী মারিয়াম অভিযোগে বলেন, শনিবার (৬ মার্চ) রাতে বাবা শাহান শাহ তার তৃতীয় স্ত্রীকে বাড়িতে নিয়ে আসে এবং ঘরে তুলতে যায়। এসময় মা এবং আমরা দুই বোন বাধা দেওয়ায় বাবা তার তৃতীয় স্ত্রী মারিয়া ও আমার দাদু সবদার সরদার মিলে আমার মা ৮মাসের অন্তসত্ত্বা ফারজানাকে কিলঘুষি, লাথি ও মারধর করতে থাকে।

এসময় আমার দুই বোন ঠেকাতে গেলে আমাদেরকেও কিল ঘুষি মারতে থাকে। মা এসময় অচেতন হয়ে যান এব ব্লিডিং হয়। আমার মাকে রাতে নড়াইল সদর হাসপাতালে আনা হলে অবস্থা খারাপ হওয়ায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করে। আমরা রাতেই খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাই। বর্তমানে আমার মা আল্লাহর রহমতে সুস্থ্য হয়ে উঠেছে।

এ ঘটনার পর আমাদের বাড়ি থেকে বের করে দিয়ে ঘরে তালা ঝুলিয়ে দিয়েছে আমার বাবা। আমরা এখন কোথায় উঠবো, আমাদের ভরণ-পোষণ কিভাবে চলবে তা ভেবে পাচ্ছি না। তাছাড়া নানাভাবে আমাদের হুমকি ধমকি দিচ্ছেন। আমরা ভয়ে মামলা করতে পারিনি। আমরা এখন নিরাপত্তা চাই।

জেলা প্রশাসন ও জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে নারী দিবসের আলোচনা সভায় জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মো. আনিছুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুর রহমান, বিশেষ অতিথি পুলিশ সুপার প্রবীর কুমার রায়, নড়াইল পৌর মেয়র আঞ্জুমান আরা, জেলা শিক্ষা কর্মকর্তা এস,এম, ছায়েদুর রহমান, জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি রাবেয়া ইউসুফ, জাতীয় মহিলা সংস্থা নড়াইলের চেয়ারম্যান সালমা রহমান কবিতা। অনুষ্ঠানে সরকারী বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, এনজিও প্রতিনিধি, সাংবাদিকসহ সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

বক্তারা অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের পাশাপাশি পরিবারটিকে নিরাপত্তার আশ্বাস দেন।

জানাগেছে, চারিখাদা গ্রামের সবদার শিক্ষক শাহান শাহ সরদারের সাথে ২১ বছর আগে ঢাকার সূত্রাপুর এলাকার আব্দুল কাদিরের মেয়ে ফারজানার সাথে বিয়ে হয়। তাদের ঘরে তিনটি কন্যা সন্তান রয়েছে। বড় মেয়ে শাহজাদী মারিয়া এইচএসসি, মেজো মেয়ে শাহ আফরিন ৯ম শ্রেণিতে এবং ছোট মেয়ে ফাতেমা ৩য় শ্রেণিতে অধ্যায়নরত। বর্তমানে নির্যাতিত ওই নারী ৮মাসের অন্তঃসত্ত্বা।

পিএনএস/এএ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন