চাঁপাইনবাবগঞ্জে চলছে কঠোর লকডাউন

  15-04-2021 12:27PM

পিএনএস ডেস্ক : করোনার দ্বিতীয় ঢেউ মোকাবিলা ও সংক্রমণ রোধে সরকারি নির্দেশনায় সারাদেশের ন্যায় চাঁপাইনবাবগঞ্জে কঠোর লকডাউন চলছে। বৃহস্পতিবার (১৫ এপ্রিল) লকডাউনের ২য় দিন চাঁপাইনবাবগঞ্জ শহরের বিভিন্ন প্রবেশদ্বারসহ মোড়ে মোড়ে পুলিশের চেকপোষ্ট বসানো হয়েছে।

এছাড়া জেলা শহরের বিভিন্ন এলাকায় কঠোর লকডাউন কার্যকর করার জন্য আইনশৃংখলা বাহিনীর সদস্যরা তৎপর রয়েছে। সকল মার্কেটসহ দোকানপাট বন্ধ রয়েছে। স্বাস্থ্যবিধি মেনে কাঁচা বাজারে বেচাকেনা চলছে। পণ্যবাহি ট্রাক চলাচল স্বাভাবিক রয়েছে। এছাড়া সোনামসজিদ স্থলবন্দরে আমদানী-রপ্তানী স্বাভাবিক রয়েছে। আইনশৃংখলা বাহিনীর সদস্যরা তৎপরতা থাকায় অনেক এলাকার রাস্তা জনশুন্য রয়েছে। এরপরও প্রয়োজন ব্যতীত অটোরিকশা, রিকশা চলাচল করতে দেখা গেছে।

অন্যদিকে, লকডাউনের অজুহাতের পাশাপাশি রমজানের শুরুতে ব্যবসায়ীরা বিভিন্ন কাঁচা পণ্যের দাম বাড়িয়ে দিয়েছে। পুরাতন বাজারে ঘুরে দেখা গেছে, পটল কেজিতে ৩৫ টাকা থেকে বেড়ে ৫০ টাকায়, ২০ টাকার বেগুন কেজি প্রতি ৯০/১০০ টাকা দরে বিক্রি হচ্ছে, ২৫ টাকার শসা কেজি প্রতি বিক্রি হচ্ছে ৫০ টাকা, করল্লা কেজিতে ২০ টাকা থেকে বেড়ে ৪০ টাকায় বিক্রি হচ্ছে।

এ ব্যাপারে জেলা প্রশাসক মোঃ মঞ্জুরুল হাফিজ জানান, অনেক পণ্যের দাম স্বাভাবিক রয়েছে। তারপরও বাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বাড়ানো হলে নিয়মিত মনিটরিং এর মাধ্যমে নিয়ন্ত্রণ করা হবে।

পিএনএস/এসআইআর


@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন