ময়মনসিংহ মেডিকেলে আরো ১৭ মৃত্যু

  25-07-2021 11:24AM

পিএনএস ডেস্ক: ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে গত একদিনে করোনায় আক্রান্ত হয়ে ১০ জন ও উপসর্গ নিয়ে আরো ৭ জনসহ মোট ১৭ জন মারা গেছেন।

রোববার বিষয়টি নিশ্চিত করেছেন মমেক হাসপাতালের করোনা ইউনিটের ফোকালপারসন ডা. মহিউদ্দিন খান মুন।

তিনি বলেন, হাসপাতালের করোনা ইউনিটে বর্তমানে ৪৭৮ রোগী চিকিৎসাধীন আছেন। এরমধ্যে আইসিইউতে রয়েছে ২১ জন। হাসপাতালে নতুন ভর্তি হয়েছেন ৬৪ জন ও সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৩২ জন।

এদিকে ময়মনসিংহ জেলা সিভিল সার্জন ডা. মোহাম্মদ নজরুল ইসলাম বলেন, গত একদিনে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের আরটিপিসিআর ও অ্যান্টিজেন টেস্টে ৬৯৯ নমুনা পরীক্ষায় ১৮৪ জন করোনা শনাক্ত হয়েছেন।

করোনায় আক্রান্ত হয়ে মৃতরা হলেন, ময়মনসিংহ নগরীর নিতু আক্তার (২৫), ঈশ্বরগঞ্জের সোহরাব উদ্দিন (৭২), আছিয়া বেগম (৭৫), মুক্তাগাছার আবুল হোসেন (৬২), নেত্রকোনা সদর উপজেলার মমতা বেগম (৫৫), কবির মিয়া (৩৩), শেরপুর নালিতাবাড়ির আফরোজা বেগম (৪০), নকলার খাদিজা বেগম (৬৫), জামালপুর দেওয়ানগঞ্জের গোলাম আযম (৫০) ও গাজীপুর শ্রীপুরের রতন মিয়া (৪৭)।

অন্যদিকে উপসর্গে মৃতরা হলেন, ময়মনসিংহ সদর উপজেলার রেনু বালা (৫৫), দীনেশ চন্দ্র দাস (৮০), রুস্তম আলী (৭৩), নান্দাইলের মাওলানা আবু সাঈদ (৭৫), ত্রিশালের আবুল কাশেম (৪৫), শেরপুর শ্রীবর্দির সাজেদা বেগম (৫০) ও গাজিপুর শ্রীপুরের সাথিয়া (৪৫)

পিএনএস/এএ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন