বিশেষজ্ঞ প্যানেল ও বারির জ্যেষ্ঠ বিজ্ঞানীদের মতবিনিময় কর্মশালা

  20-04-2024 08:03PM

পিএনএস ডেস্ক: কৃষি মন্ত্রণালয়ের বিশেষজ্ঞ প্যানেল ও বারির জ্যেষ্ঠ বিজ্ঞানীদের মধ্যে মতবিনিময় কর্মশালা শনিবার মহাপরিচালকের সভাকক্ষে অনুষ্ঠিত হয়েছে। কৃষি মন্ত্রণালয় কর্তৃক জাতীয় কৃষি গবেষণা সিস্টেমের ‘ক’ তফসিলভুক্ত ৬টি গবেষণা প্রতিষ্ঠানের মান উন্নয়েনের লক্ষ্যে এই বিশেষজ্ঞ প্যানেল গঠিত হয়।

বারির মহাপরিচালক ড. দেবাশীষ সরকারের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন সাবেক সচিব ও বিএআরসির সাবেক নির্বাহী চেয়ারম্যান ড. জহুরুল করিম, ব্রির সাবেক মহাপরিচালক ড. এনআই ভূইয়া, বিএসএমআরএইউর অবসরপ্রাপ্ত প্রফেসর ড. আব্দুল হামিদ, ডিএইর সাবেক মহাপরিচালক ড. রহিম উদ্দিন আহম্মেদ, বারির সাবেক মহাপরিচালক ড. মো. মতিউর রহমান, বারির সাবেক পরিচালক (পরিকল্পনা ও মূল্যায়ন) ড. সৈয়দ নুরুল আলম, বিএআরসির সদস্য পরিচালক (শস্য) ড. মো. আবদুছ সালাম, বিএআরসির সদস্য পরিচালক (টিটিএমইউ) ড. সুরাইয়া পারভীন, বারির পরিচালক (প্রশিক্ষণ ও যোগাযোগ) ড. মো. তারিকুল ইসলাম, পরিচালক (সেবা ও সরবরাহ) ড. ফেরদৌসী ইসলাম, পরিচালক (গবেষণা) ড. মো. আব্দুল্লাহ ইউছুফ আখন্দ, পরিচালক (উদ্যানতত্ত্ব গবেষণা কেন্দ্র) ড. মুন্সী রাশীদ আহমদ, পরিচালক (পরিকল্পনা ও মূল্যায়ন) ড. মো. আবু হেনা ছরোয়ার জাহান, পরিচালক (ডাল গবেষণা কেন্দ্র) ড. মো. ছালেহ উদ্দিন, পরিচালক (মহাপরিচালকের দপ্তর) ড. এম এম কামরুজ্জামান এবং পরিচালক (কন্দাল ফসল গবেষণা কেন্দ্র) ড. মো. মতিয়ার রহমান।

এছাড়াও উক্ত মতবিনিময় কর্মশালায় বারির বিভিন্ন বিভাগ/কেন্দ্রের জ্যেষ্ঠ বিজ্ঞানীবৃন্দ উপস্থিত ছিলেন।
উক্ত কর্মশালায় বারির সার্বিক উন্নয়নে করণীয় নির্ধারণ বিষয়ে বিভিন্ন বিষয়ে মতবিনিময় করা হয়।

এসএস

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন