চৌমুহনীতে কাপড়ের দোকান ভয়াবহ আগুন

  21-04-2024 10:50PM

পিএনএস ডেস্ক : নোয়াখালীর বাণিজ্যিক কেন্দ্র চৌমুহনী বাজারে ভয়াবহ আগুনের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ১২টি ইউনিট। রোববার (২১ এপ্রিল) রাত সাড়ে আটটার দিকে বাজারের মসজিদ রোডে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, একটি কাপড়ের দোকান থেকে আগুনের সূত্রপাত হয়। এতে বাজারের ৫০টির বেশি দোকান পুড়ে ছাই হয়ে গেছে বলে দাবি করছেন স্থানীয়রা। এদের মধ্যে বেশ কয়েকটি কাপড়ের দোকান, জুতার গোডাউন এমনকি স্বর্ণালঙ্কারের দোকানও রয়েছে। প্রথমে চৌমুহনী ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করলেও পরে আশেপাশের ১২টি ইউনিট এসে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করছে।

ধারণা করা হচ্ছে আগুনে অনেকেই ভেতরে আটকা পড়ে থাকতে পারেন। তবে উৎসুক জনতার ভীড় থাকায় নির্বাপণ কাজ ব্যহত হচ্ছে।

মূলত এটি নোয়াখালী এলাকার একটি প্রসিদ্ধ পাইকারি বাজার। এখান থেকেই জেলাটির বিভিন্ন এলাকার ব্যবসায়ীরা পাইকারি জিনিসপত্র নিয়ে থাকে। আশেপাশে পর্যাপ্ত জলাধার না থাকায় আগুন নেভাতে বেগ পেতে হচ্ছে ফায়ার সার্ভিসকে।

পিএনএস/শাওন

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন